সিমলাপালের বুকে অঝোর বৃষ্টিতে বন কর্মীর উচ্ছ্বাস-দৃশ্য ভাইরাল

MODIS স্যাটেলাইটের তথ্য অনুযায়ী, হঠাৎ বৃষ্টির কারণে সিমিলিপাল আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ঘন জঙ্গল জুড়ে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে তখন। একজন বন কর্মী সেই আনন্দকে ধরে রাখতে না পেরে তারস্বরে “বন রক্ষার” আনন্দ নিজের ভাষায় প্রকাশ করছেন। সেই মুহূর্তকে ক্যামেরাবন্দি করলেন তাঁর সহকর্মী। এখন সেই ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়।

প্রায় এক সপ্তাহ হতে চলল ওড়িশার সিমলাপাল ন্যাশনাল পার্কে আগুন ছড়িয়েছে বিস্তীর্ণ এলাকাজুড়ে। মাইলকে মাইল ভস্ম হয়ে গেছে জীবজন্তু থেকে শুরু করে বহু প্রজাতির গাছপালা। এমন এক প্রাকৃতিক বিপর্যয়কে আটকানোর ক্ষমতা মানুষের হাতে ছিল না। কিন্তু সেই এলাকায় ঘটে গেল এক বিস্ময়কর ঘটনা। ভগবানের আশির্বাদ রূপে অঝোর বৃষ্টি ধারা নেমে আসে দগ্ধ ধরিত্রীর বুকে।

জানা যাচ্ছে, গত বুধবার সিমলাপাল ন্যাশনাল পার্কে হঠাৎই বৃষ্টি শুরু হয়। MODIS স্যাটেলাইটের তথ্য অনুযায়ী, হঠাৎ বৃষ্টির কারণে সিমিলিপাল আগুন নিয়ন্ত্রণে এসেছে।

দেখে নিন সেই ভিডিও…

Comments are closed.