অন্ধ্র প্রদেশে জগন-রাজ, লোকসভার পর বিধানসভাতেও ধরাশায়ী চন্দ্রবাবুর টিডিপি

অন্ধ্র প্রদেশে জগন ঝড়। দক্ষিণের রাজ্যের বিধানসভা নির্বাচনে ওয়াইএসআর কংগ্রেসের কাছে কার্যত উড়ে গেলেন চন্দ্রবাবু নায়ডু। অন্ধ্র প্রদেশের ১৭৫ টি বিধানসভা আসনের মধ্যে জগন মোহন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেস এগিয়ে রয়েছে ১৪৯ টি আসনে। মাত্র ২৬ টি আসনে এগিয়ে চন্দ্রবাবুর টিডিপি। একই অবস্থা লোকসভার ফলেও। সেখানেও বিশাল জয়ের পথে ওয়াইএসআর কংগ্রেস। অন্ধ্র প্রদেশের মোট ২৫ টি লোকসভা আসনের মধ্যে ২৪ টি আসনেই এগিয়ে জগন মোহন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেস। বিভিন্ন চ্যানেলের এক্সিট পোলেও অন্ধ্র প্রদেশে জগন মোহন রেড্ডির দলের বিপুল আসন পাওয়ার কথা বলা হয়েছিল। বাস্তবেও তাই হল।

সম্প্রতি অবিজেপি জোট গড়তে জাতীয়স্তরে দৌত্য চালিয়েছেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু। একের পর এক বৈঠক করেছেন রাহুল গান্ধী, সনিয়া গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব, মায়াবতীর সঙ্গে। কিন্তু ভোটের ফলে দেখা গেল, নিজের রাজ্যেই কার্যত ভরাডুবি হল তেলেগু দেশম পার্টির। লোকসভায় ফল খারাপ তো হলই, রাজ্য শাসনের ভারও হারালেন চন্দ্রবাবু। অন্ধ্রের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন জগন মোহন রেড্ডি।

Comments are closed.