দিল্লি হিংসার মূল অভিযুক্ত আনসার বিজেপি ঘনিষ্ঠ! একাধিক ছবি ট্যুইট করে দাবি তৃণমূল নেতাদের 

দিল্লির জাহাঙ্গিরপুরীর হিংসার ঘটনা নিয়ে কার্যত তোলপাড় গোটা দেশ। শুক্রবার ঘটনাস্থলে গিয়েছে তৃণমূলের ৬ সদস্যের একটি প্রতিনিধি দল। আর এর মধ্যেই জাহাঙ্গীরপুরীর হিংসার ঘটনায় মূল অভিযুক্ত মহম্মদ আনসারকে নিয়ে চাঞ্চল্যকর দাবি করলেন ঘাসফুল শিবিরের একাধিক নেতা। তৃণমূলের মহাসচিব পার্থ চ্যাটার্জি, মুখপাত্র সমীর চক্রবর্তী সহ একগুচ্ছ নেতা আনসারের বেশ কয়েকটি ছবি ট্যুইট করে অভিযোগ করেন, সংঘর্ষের ঘটনায় মূল চক্রী ধৃত আনসার বিজেপির ঘিনিষ্ঠ ছিলেন। যদিও তৃণমূলের অভিযোগ অস্বীকার করেছেন রাজ্য বিজেপি নেতৃত্ব। 

কখনও বিজেপির পদ্ম প্রতীক দেওয়া টুপি, কখনও বিজেপির মিছিলে আনসারের ছবি ট্যুইট করে রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চ্যাটার্জি লিখেছেন, আমাদের প্রধান লক্ষ্য হয়ে উচিত ন্যায়বিচার সুনিশ্চিত করা, অবশ্যই অপরাধীদের উপযুক্ত শাস্তি দিতে হবে। তারপরেই তৃণমূলের মহাসচিবের তোপ, এই ছবিগুলো দেখেই বোঝা যাচ্ছে বিজেপির কতটা ঘনিষ্ঠ ছিলেন অভিযুক্ত আনসার। 

আক্রমণের ঝাঁজ বাড়িয়ে তৃণমূলের মুখপাত্র সমীর চক্রবর্তী ট্যুইটে লেখেন, অভিযুক্ত আনসার বিজেপি নেতা। আর বিজেপি হল সেই দল যারা মানুষের মনে হিংসা ছাড়ানোর জন্য, বিশৃঙ্খলা এবং গন্ডগোল পাকানোর জন্য বিখ্যাত। একই অভিযোগে সরব হয়ে ট্যুইট করেছেন রাজ্যের আরেক মন্ত্রী সুজিত বসু, তৃণমূলের শ্রমিক ইউনিয়নের নেতা ঋতব্রত ব্যানার্জি।  

Comments are closed.