জেআইএস গ্রুপ অফ ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ সমাবর্তন

জেআইএস গ্রুপ অফ ইঞ্জিনিয়ারিং-এর চতুর্থ সমাবর্তন উৎসব হয়ে গেল সম্প্রতি। কলেজ ক্যাম্পাসে আয়োজিত এই সমাবর্তন উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ সৈকত মৈত্র। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী সর্বলোকানন্দ। এছাড়াও ছিলেন জেআইএস গ্রুপের ম্যানেজিং ট্রাস্টি সর্দার হরনজিৎ সিং, জেআইএস গ্রুপের ডিরেক্টর সিমরপ্রীত সিং ও আমনজোৎ সিং।
এছাড়াও উপস্থিত ছিলেন জেআইএস ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ ডঃ মলয় আর দাভে, উপাধ্যক্ষ ডঃ পার্থ সরকার, রেজিস্ট্রার ডঃ শীলা সিং ঘোষ ও বিভিন্ন বিভাগের ডিন ও প্রধানরা। এই অনুষ্ঠানে জেআইএস গ্রুপের ৬৩০ জন ছাত্রছাত্রীর হাতে তাঁদের বি টেক, এম টেক, এম সি এ এবং এম বি এ ডিগ্রি প্রদান করা হয়। এদের মধ্যে ৬০১ জন স্নাতকস্তরের ডিগ্রি ও বাকি ২৯ জন স্নাতকোত্তরের ডিগ্রি পেয়েছেন।

Comments are closed.