ছাত্রী হেনস্থায় গ্রেফতার জেএনইউয়ের অধ্যাপক

এক ছাত্রীকে হেনস্থার অভিযোগে গ্রেফতার হলেন দিল্লির জেএনইউয়ের এক অধ্য়াপক। জানা গিয়েছে, সেন্টার ফর স্টাডিস ইন সায়েন্স পলিসি বিভাগের এই অধ্য়াপকের নাম রাজবীর সিংহ। অভিযোগ, এই বিভাগের এক ছাত্রীকে শারীরিক নির্যাতন করেন অভিযুক্ত অধ্যাপক। ঘটনাটি প্রায় মাস দুয়েক আগের। জেএনইউ ক্য়াম্পাসে ছাত্র আন্দোলনকে সমর্থনের আর্জি নিয়ে বেশ কয়েকজন ছাত্র-ছাত্রীর সঙ্গে ওই ছাত্রীও গিয়েছিলেন অধ্য়াপকের কাছে। অভিযোগ, কথা-বার্তা চলার সময় হঠাৎই মেজাজ হারান ওই অধ্য়াপক। তারপর এলোপাথাড়িভাবে অভিযোগকারী ছাত্রীর ঘাড়ে ও পিছনে আঘাত করতে থাকেন। বসন্ত কুঞ্জ থানায় সেদিনই এই অভিযোগ জানিয়ে রাজবীর সিংহের নামে এফআইআর দায়ের করেন ছাত্রীটি। শ্লীলতাহানির অভিযোগকরা হয় ওই অধ্যাপকের বিরুদ্ধে।
মাসখানেক আগেই এই বিশ্ববিদ্যালয়ের আর এক অধ্য়াপক অতুল জোহরির বিরুদ্ধে একাধিক ছাত্রীকে
যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার করে বসন্ত কুঞ্জ থানার পুলিশ। তাঁকে গ্রেফতারের দাবিতে উত্তাল হয় বিশ্ববিদ্য়ালয় প্রাঙ্গণ। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আর এক ছাত্রীর হেনস্থার ঘটনায় অস্বস্তিতে বিশ্ববিদ্য়ালয় কর্তৃপক্ষ।

Leave A Reply

Your email address will not be published.