কার্গিল বিজয় দিবসে শ্রদ্ধাজ্ঞাপন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

আজ ২৬ জুলাই কার্গিল বিজয় দিবস।  ১৯৯৯ এর ভারত-পাকিস্তান যুদ্ধে শহিদদের উদ্দেশ্যে  টুইট করে সম্মান জানান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কংগ্রেস নেতা রাহুল গান্ধীও শ্রদ্ধা জানিয়েছেন। কার্গিল দিবসে দেশের তিন বাহিনীর প্রশংসা শোনা যায় কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহের মুখে। রাজনাথ সিংহ জানান, আজকের দিনে তিন প্রতিরক্ষাবাহিনীর সাহস, বীরত্ব ও আত্মত্যাগকে সম্মান জানাচ্ছি।

কার্গিল বিজয় দিবস উপলক্ষ্যে টুইট করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, কার্গিল বিজয় দিবস আমাদের সশস্ত্র বাহিনীর অসাধারণ বীরত্ব এবং সংকল্পের প্রতীক। আমি সব সাহসী সৈনিকদের প্রণাম জানাই যাঁরা ভারত মাতাকে রক্ষা করার জন্য তাঁদের জীবন দিয়েছেন। দেশবাসী তাঁদের এবং তাঁদের পরিবারের কাছে চির ঋণী হয়ে থাকবে।

কার্গিল বিজয় দিবস মা ভারতীর গৌরবের প্রতীক। এই উপলক্ষ্যে দেশের সকল বীর সন্তানদেরকে আমার সেলাম জানাই যাঁরা মাতৃভূমি রক্ষায় বীরত্বের পরিচয় দিয়েছেন। জয় হিন্দ! একটি ভিডিও পোস্ট করেন প্রধানমন্ত্রী।

কার্গিল যুদ্ধে বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও। এক টুইট বার্তায় তিনি লেখেন, আমাদের সাহসী সৈন্যরা তাঁদের অদম্য সাহস দেখিয়ে কার্গিল যুদ্ধে ভারতের বিজয়ের পতাকা তুলেছিলেন। দেশের জন্য জীবন উৎসর্গকারী প্রতিটি যোদ্ধার প্রতি শ্রদ্ধা।

১৯৯৯ সালের ৮ই মে শুরু হয় কার্গিল যুদ্ধ। ১৯৯৮ সালে এলওসি পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছিল পাকিস্তানি অনুপ্রবেশকারীরা। তাঁদের আটকাতে ভারতীয় সেনারা প্রাণের বিনিময়ে যুদ্ধ করেন। ১৯৯৯ সালে ভারতীয় সেনাবাহিনী লাদাখের উত্তর কার্গিলের পাহাড়ের চূড়া দখল করে থাকা পাকিস্তানি অনুপ্রবেশকারীদের বিতাড়িত করেছিল। কার্গিল যুদ্ধ শুরু হয়েছিল ৩ মে। যুদ্ধ শেষ হয় ২৬ জুলাই। কার্গিল যুদ্ধের শহীদদের উদ্দেশ্যে প্রতিবছর ২৬ শে জুলাই ভারতের প্রধানমন্ত্রী ইন্ডিয়া গেটে অমর জওয়ান জ্যোতিতে শ্রদ্ধা জানান। দেশ জুড়ে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে কার্গিল শহীদদের স্মরণ করা হয়।

Comments are closed.