ভিন রাজ্যে হোক শুনানি, চায় কাঠুয়ার নির্যাতিতার পরিবার

কাঠুয়াকান্ডে সঠিক এবং নিরপেক্ষ বিচার পাওয়ার আশায় মামলাটির শুনানি জম্মু-কাশ্মীরের বাইরে দেশের অন্য যে কোনও রাজ্যে নিয়ে যেতে চায় নির্যাতিতার পরিবার। এই মর্মে সুপ্রিম কোর্টে আবেদন জানানোর সিদ্ধান্ত নিয়েছে নির্যাতিতার পরিবারের সদস্যরা। নির্যাতিতার পরিবারের তরফে আইনজীবীরা জানিয়েছেন, ঘটনার তদন্তের পর কাঠুয়া জেলা আদালতে চার্জশিট জমা দিতে যাওয়ার সময়, একদল স্থানীয় আইনজীবী ক্রাইম ব্রাঞ্চের অফিসারদের যেভাবে ভাবে বাধা দিয়েছিলেন তাতে রাজ্যে মামলা চললে ন্যায়-বিচার পাওয়া সম্ভব নয় বলে মনে করছে নির্যাতিতার পরিবার। ২০০২ সালের গোড়ায় গুজরাত দাঙ্গার পর সে রাজ্য থেকেও একাধিক মামলা অন্য রাজ্যে স্থানান্তরিত হয় সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে।

উল্লেখ্য, কাঠুয়ায় আট বছরের এক শিশু কন্যার উপর অকথ্য শারিরীক অত্যাচার ও খুনের ঘটনা সামনে আসার পর গোটা দেশে তুমুল আলোড়ন সৃষ্টি হয়েছে। দোষীদের শাস্তির দাবিতে পথে নেমেছেন সাধারণ মানুষ সহ বিভিন্ন গণ সংগঠন। দেশের আইন-শৃঙ্খলার অবনতি নিয়ে সুর চরাচ্ছে বিরোধীরা। এই অবস্থায় নির্যাতিতার পরিবারের তরফে ভিন রাজ্যে মামলা সরাতে চেয়ে দেশের শীর্ষ আদালতে আবেদনের সিদ্ধান্ত চাপ বাড়াচ্ছে কেন্দ্রের উপর।

Leave A Reply

Your email address will not be published.