আপের বিধায়ক ভাঙাতে চাইছে বিজেপি, দেওয়া হচ্ছে ১০ কোটি টাকা ঘুষের প্রস্তাব! বিস্ফোরক অভিযোগ কেজরিওয়ালের

শ্রীরামপুরে জনসভা করতে এসে প্রকাশ্যেই বলেছিলেন, তৃণমূলের ৪০ জন বিধায়ক তাঁর সঙ্গে নাকি যোগাযোগ রেখে চলছেন। সেই সময় ঘোড়া কেনাবেচার অভিযোগে সরব হয়েছিল তৃণমূল। তৃণমূল নেত্রী বলেছিলেন, এভাবেই টাকা ছড়িয়ে ক্ষমতা দখল করতে চাইছে বিজেপি। এবার একধাপ এগিয়ে সরাসরি বিজেপির বিরুদ্ধে কোটি কোটি টাকা ঘুষ দেওয়ার অভিযোগ করলেন মোদী বিরোধী আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

বুধবার এবারের নির্বাচনে প্রথম রোড শো করেন কেজরিওয়াল। দিল্লির রাজপথে সেই রোড শো দেখতে মানুষের উন্মাদনা ছিল চোখে পড়ার মত। সেখানেই অরবিন্দ কেজরিওয়াল বলেন, আপের ৭ জন বিধায়ক তাঁকে অভিযোগ করেছেন, বিজেপি তাদের সঙ্গে যোগাযোগ করে প্রত্যেককে ১০ কোটি টাকা করে দেওয়ার প্রস্তাব দিয়েছে। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়েও একই কথার পুনরাবৃত্তি করেন দিল্লির মুখ্যমন্ত্রী। আম আদমি পার্টির প্রধান এই অভিযোগের সঙ্গে জুড়ে দেন, বাংলার শ্রীরামপুরে জনসভায় মোদীর মন্তব্যকে। খড়গপুর আইআইটির প্রাক্তনীর অভিযোগ, পশ্চিমবঙ্গে প্রচারে গিয়ে মোদী যা বলেছেন, সেটাই বিজেপির গেমপ্ল্যান। হার নিশ্চিত জেনে এভাবেই কোটি কোটি টাকার লোভ দেখিয়ে বিধায়ক কেনার ছক কষেছেন মোদী-অমিত শাহ বলে কটাক্ষ দিল্লির মুখ্যমন্ত্রীর। বিজেপি অবশ্য কেজরিওয়ালের অভিযোগ অস্বীকার করেছে।

দিল্লির ভোটারদের কাছে কেজরিওয়ালের আবেদন, নাম নয়, কাম (কাজ) দেখে ভোট দিন। মোদী কোনও কাজ করতে পারেননি বলেই তাঁকে নিজের নামে ভোট চাইতে হচ্ছে, বলেও কটাক্ষ করেন তিনি। পাশাপাশি, পূর্ণ রাজ্যের মর্যাদা পেতে দিল্লির ৭ আসনেই আপ প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান অরবিন্দ কেজরিওয়াল। ষষ্ঠ দফায় ১২ ই মে ভোট দেবেন দিল্লির ৭ টি লোকসভা কেন্দ্রের ভোটাররা।

Comments are closed.