CID-র হাজিরা এড়ানো নিয়ে শুভেন্দুকে তুলধনা কুণালের, টানলেন অভিষেক প্রসঙ্গ

পূর্ব নির্ধারিত কিছু রাজনৈতিক কর্মসূচি থাকায় সোমবার ভবানীভবনে যাচ্ছেন না তিনি। সিআইডিকে ইমেল মারফত জানিয়েছেন শুভেন্দু অধিকারী। এবার সিআইডির তলব এড়ানো নিয়ে বিরোধী দলনেতাকে তুলধনা করলেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। অভিষেক ব্যানার্জির ইডির দফতরে হাজিরা দেওয়া অন্যদিকে শুভেন্দুর সিআইডি জিজ্ঞাসাবাদ এড়িয়ে যাওয়ার তুলনা টেনে সোমবার ট্যুইটারে তীব্র আক্রমণ শানিয়েছেন কুণাল।

একজন চক্রান্ত জেনেও মাথা উঁচু করে তদন্তের মুখোমুখি হচ্ছেন। অন্যজন কখনও তদন্ত থেকে বাঁচতে দল বদলায়, আজ আবার তদন্ত এড়াতে গর্তে গিয়ে ঢুকেছেন। নাম না করে শুভেন্দুকে কটাক্ষ তৃণমূল মুখপাত্রের। তিনি আরও দাবি করেন, এই ঘটনা থেকে প্রমাণিত বাঘ আর বাঘছাল পরা বিড়ালের তফাৎ ।

তৎকালীন মন্ত্রী তথা বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রাক্তন নিরাপত্তারক্ষীর মৃত্য মামলায় সোমবার তাঁকে তলব করে সিআইডি। এদিন সিআইডিকে ইমেল করে শুভেন্দু জানান, তাঁর একাধিক রাজনৈতিক কর্মসূচি থাকায় তিনি ভবানীভবনে যেতে পারছেন না।

অন্যদিকে সোমবারই কয়লা কাণ্ডে ইডি তলব করেছিল অভিষেক ব্যানার্জিকে। ইডি-র ডাকা নিয়ে অভিষেক আগেই জানিয়েছিলেন তিনি তদন্তের সম্মুখীন হতে প্রস্তুত। সব রকম সহযোগিতা তিনি করবেন। সোমবার সেই মতো নির্ধারিত সময়ের কিছু আগেই দিল্লির জামনগরে ইডির দফতরে পৌঁছে যান অভিষেক। সূত্রের খবর, এখন তাঁকে তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ করছেন।

আর এই দুই ঘটনারই তুলনা টেনে নন্দীগ্রামের বিধায়কযে ফের একবার খোঁচা দিয়েছেন কুণাল ঘোষ।

Comments are closed.