#LDFforSURE: কেরলে পিনারাই বিজয়নের প্রচারে লাল-প্লাবন! ভাইরাল সেই ভিডিও

মানুষের উৎসাহ বুঝিয়ে দিচ্ছে এবারও কেরলে এলডিএফ সরকার, বলেন বিজয়ন

কেরলের বিদায়ী মুখ্যমন্ত্রী ভোট চাইতে যাচ্ছেন। আর তাঁর আসার খবর পেয়ে পথ ঘাট রাঙ্গিয়ে দেওয়া হল লাল নিশানে। লাল ঝাণ্ডার সেই ঢেউয়ের ছবি মুহূর্তে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। 

কোঝিকোড়ে প্রচারে গিয়েছিলেন সিপিএম পলিটব্যুরো সদস্য তথা কেরলের বিদায়ী মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। কোঝিকোড় তাঁকে স্বাগত জানাল লাল পতাকায়। বিপুল জনজোয়ার দেখে উৎফুল্ল বিজয়ন ট্যুইট করেছেন, মানুষের উৎসাহ বুঝিয়ে দিচ্ছে এবারও কেরলে এলডিএফ সরকারই থাকছে। 

দক্ষিণের রাজ্যের কেরলের রাজনৈতিক ইতিহাস বলে কোনও দলই পরপর দু’বার ক্ষমতায় থাকে না। বিজয়ন সেই হিসেব পালটাতে পারবেন? কেরল সিপিএম ষোলোআনা আশাবাদী, এবারও লালেই ভরসা রাখবেন মানুষ। 

Comments are closed.