মদন: আমি কোনও অন্যায় করিনি, পাপ করিনি, শো-কজ করলে উত্তর দেব 

তাঁকে শো-কজ প্রসঙ্গে এবার মুখ খুললেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমি কোনও অন্যায় করিনি। পাপ করিনি। দল যদি শো-কজ করে থাকে তাহলে তার উত্তর দেবে। সেই সঙ্গে এদিন তিনি আরও বলেন, দলকে আমি বলব একটি কমিশন বসাতে। সেখানে মানুষ আমার বিচার করবে। মানুষ যদি বলে অন্যায় করেছি তাহলে আমি ক্ষমা চেয়ে নেব। 

শো-কজের উত্তরে নেতৃত্ব সন্তুষ্ট না হলে কামারহাটির বিধায়কের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও তৃণমূল সূত্রে জানা গিয়েছে। এ প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে মদন মিত্রের মন্তব্য, আমার হৃদয়ে অভিষেক নয়তো মমতা। আমি কোনও দিনও তৃণমূল ছাড়বো না। দল তাড়িয়ে দিলে সমর্থক হয়ে থাকব। সিনেমায় চলে যাব। 

উল্লেখ্য, একের পর এক বিতর্কিত মন্তব্যের জন্য শুক্রবারই মদন মিত্রকে শোকজ করেছে তৃণমূল। কয়েকদিন আগেই তৃণমূলের এক কর্মী সংগঠনের অনুষ্ঠানে গিয়ে তিনি বিস্ফোরক মন্তব্য করেছিলেন। তিনি বলেন, তৃণমূলে মমতা ব্যানার্জির পরেই অভিষেক ব্যানার্জির মুখ থাকা উচিত। দলের একাংশকে কটাক্ষ করে বলেন, আর কাকে ভালো লাগে কীভাবে বলব? কেউ মোটা, কেউ গোটা, কেউ সোটা। তৃণমূল সূত্রে খবর, মদন মিত্রের এই মন্তব্য দলের একাংশ ভালো ভাবে নেননি। যার জেরেই এদিন তাঁকে শোকজের নোটিস পাঠানো হয়। 

Comments are closed.