২ মে, ক্ষমতায় ফেরার বর্ষপূর্তি; ট্যুইটে শুভেচ্ছা মমতা-অভিষেকের 

ঠিক এক বছর আগে আজকের দিনে এতক্ষনে পশ্চিমবঙ্গের মানুষ জানতে পেরে গিয়েছিল, মমতা ব্যানার্জি আবার নবান্নে ফিরছেন। এই এক বছরে গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। রাজ্য রাজনীতিতে বিরাট পরিবর্তন এসেছে। দলবদলের ধারা অব্যাহত থাকলেও তার অভিমুখ পাল্টেছে। গত বছর ২ মে’র আগে তৃণমূল ছাড়ার কার্যত হিড়িক পড়ে গিয়েছিল। আর এখন রাজ্য বিজেপির অনেকেই ‘বেসুরো’। আজকের দিনটিকে স্মরণ করে ট্যুইটে শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। শুভেচ্ছা বার্তা দিয়েছেন দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিও। মমতা ব্যানার্জি আজকের দিনটিকে “মা-মাটি-দিবস” বলে অভিহিত করেছেন। আর অভিষেকের বার্তা ”২ মে ২০২১ আমাদের হৃদয়ে থেকে যাবে”। 

মুখ্যমন্ত্রী এদিন পরপর তিনটে ট্যুইট করেন। প্রথম ট্যুইটে তিনি লিখেছেন, গতবছর এই দিনে দেশের কর্তাব্যক্তিদের আস্ফালনের বিরুদ্ধে মা-মাটি-মানুষ অদ্যম সাহসের পরিচয় রেখেছিলেন। সেজন্য আমি তাঁদের কাছে কৃতজ্ঞ। সেই সঙ্গে অন্য একটি ট্যুইটে তিনি লেখেন, সকলের কাছে আমার আহ্বান, আজ থেকে এই দিনটিকে ‘মা-মাটি-মানুষ দিবস’ বলে অভিহিত হোক। 

নিজের ট্যুইটে এদিন অভিষেক ব্যানার্জি লিখেছেন, আজকের দিনটি আমাদের হৃদয়ে থেকে যাবে। প্রত্যেক পশ্চিমবঙ্গবাসীকে ধন্যবাদ মা-মাটি-মানুষের সরকারের উপর আস্থা রাখার জন্য। 

উল্লেখ্য মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি ছাড়াও তৃণমূলের একাধিক নেতৃত্ব জয়ের বর্ষপূর্তিতে ট্যুইট করে শুভেচ্ছা জানিয়েছেন। 

Comments are closed.