ফের একযোগে সিপিএম-কংগ্রেসকে নিশানা করলেন মমতা ব্যানার্জি। কংগ্রেস সিপিএমের ডান হাত বলে প্রশ্ন তুললেন কংগ্রেসের ভবিষ্যৎ নিয়েই।
শুক্রবার বিধানসভায় মুখ্যমন্ত্রী রাজ্যপালের ভাষণের ওপর জবাবি ভাষণে বলেন, আজ প্রমাণ হয়ে গেছে কংগ্রেস সিপিএমের রাইট হ্যান্ড। এই জন্যই কংগ্রেস ছেড়েছিলাম। এরপরই কংগ্রেস বিধায়কদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, গোটা দেশে কংগ্রেস শুন্য হয়ে গেছে। যেখানে রিজিওনাল পার্টি আছে, তারাই বিজেপিকে হারাচ্ছে। যেখানে রিজিওনাল পার্টি নেই সেখানে কংগ্রেস কিছু ভোট পাচ্ছে তাদের আন্দোলনের জন্য।
সিপিএমের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, ৩৪ বছর কোনও কাজ করেননি, এর মধ্যেই আবার সরকার করতে উঠেপড়ে লেগে গেছেন। ২০১৬ সালে গোল্লা পেয়েছিলেন, সামনের ভোটে আবার রাজভোগ পাবেন।