মমতার ডাকে দিল্লিতে বিরোধী বৈঠক, কারা যোগ দিলেন? 

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বিজেপি বিরোধী শক্তিদের এক করতে উদ্যোগী হয়েছেন বাংলার মূখ্যমন্ত্রী। সেই লক্ষ্যে বুধবার দিল্লির কন্সটিটিউশন ক্লাবে বিরোধীদের বৈঠক ডেকেছিলেন তৃণমূল নেত্রী। এদিন ৩টে থেকে শুরু হয়েছে সেই বৈঠক। জানা গিয়েছে, মমতা ব্যানার্জির ডাকে ১৭ টি দলের প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত হয়েছেন। বৈঠকে রয়েছেন বাম ও কংগ্রেসেরও প্রতিনিধিরা। 

এদিন দুপুর ২টোর কিছু পরে বৈঠক স্থলে এসে পৌঁছান মমতা ব্যানার্জি। এদিন তাঁর সঙ্গে তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিওকে দেখা যায়। মুখ্যমন্ত্রীর ডাকে বৈঠকে উপস্থিত হয়েছেন CPIML- এর দীপঙ্কর ভট্টাচার্য। আরএসপির প্রতিনিধি হিসেবে এসেছেন প্রেম চন্দন, আরজেডি’র মনোজ সিনহা। 

এছাড়াও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবকেও দেখা যায় বৈঠক হাজির হতে। সেই সঙ্গে উপস্থিত রয়েছেন দেবেগৌড়া ও তাঁর পুত্র। এছাড়াও শিব সেনা, ডিএমকে, সহ বাম দলগুলির তরফে অনেকে হাজির হয়েছেন। সিপিআইএম-এর হয়ে এসেছেন এলামারাম করিম। 

উল্লেখযোগ্যভাবে কংগ্রেসের তরফে এদিন তিন হেভিওয়েট নেতা মমতা ব্যানার্জির ডাকে বৈঠকে উপস্থিত হয়েছেন। কংগ্রেস নেতা জয়রাম রমেশ, রণদীপ সুরজেওয়ালা এবং মল্লিকার্জুন খার্গে উপস্থিত রয়েছেন। 

বৈঠকে এসেছেন মেহবুবা মুফতি, শরদ পাওয়ার, প্রফুল পটেলও। যদিও তাৎপর্যপূর্ণ আম আদমি পার্টির কাউকে বৈঠকে দেখা যায়নি। 

Comments are closed.