প্রধানমন্ত্রীর বিলম্বিত সিদ্ধান্তের জেরে প্রাণ হারালেন বহু মানুষ, মোদীকে খোঁচা মুখ্যমন্ত্রীর

সোমবার জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী ঘোষণা করেন, আগামী ২১ জুন যোগ দিবসের দিন থেকে ১৮ – ৪৪ বছরের সমস্ত দেশবাসীকে কেন্দ্র বিনামূল্যে করোনার টিকা দেবে। আর প্রধানমন্ত্রীর এই ঘোষণার পরেই তাঁকে ট্যুইটে তীব্র কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 

সোমবার পরপর দুটি ট্যুইট করেন তৃণমূল নেত্রী। মোদীর ভাষণের প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি ট্যুইটে লেখেন, সকলকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার দাবি জানিয়ে সেই ফেব্রুয়ারি থেকে একাধিকবার প্রধানমন্ত্রীকে চিঠি লিখে আসছি। মুখ্যমন্ত্রীর খোঁচা, চাপের মুখে পড়ে অবশেষে ৪ মাস পর ওরা আমাদের কথা শুনলো। 

সেই সঙ্গে দ্বিতীয় ট্যুইটে মুখ্যমন্ত্রী লেখেন, দেশবাসীর কথা চিন্তা করে প্যান্ডামিকের গোড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। মোদীকে তাঁর তীব্র আক্রমণ, দুর্ভাগ্যজনক প্রধানমন্ত্রীর এই বিলম্বিত পদক্ষেপের জেরে বহু মানুষের প্রাণ চলে গেল। 

কেন্দ্রীয় সরকারকে তৃণমূল নেত্রীর কটাক্ষ, আশা করবো নিজেদের প্রচারের ঢাক না পিটিয়ে সুষ্ঠ ভাবে টিকাকরণের প্রতি সরকার মনোযোগী হবে।  

মমতা ব্যানার্জির ট্যুইটের পাশাপাশি সোমবার তৃণমূলের ফেসবুক পেজ থেকেও কেন্দ্রকে তীব্র কটাক্ষ করা হয়। মুখ্যমন্ত্রীর মোদীকে লেখা একাধিক চিঠির ছবি পোস্ট করে ঘাসফুল শিবির। 

ক্যাপশনে লেখা হয়, অবশেষে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দীর্ঘ দিনের দাবিকে স্বীকৃতি দিলেন প্রধানমন্ত্রী। মোদীকে একহাত নিয়ে তৃণমূলের তোপ, দেরিতে হলেও সবার জন্য টিকাকরণের এই সিদ্ধান্ত এতদিনে যে হাজার হাজার মানুষের মৃত্যু ঘটেছে তা ফিরিয়ে দিতে পারবে না। এই ধরনের দায়িত্বজ্ঞানহীনতা মোদী সরকারের চরম ব্যার্থতারই প্রমাণ দেয়। 

মোদীকে উদ্দেশ্য করে ঘাসফুল শিবিরের টিপ্পনি, আশা রাখবো প্রধানমন্ত্রীর অন্যান্য ফাঁকা প্রতিশ্রুতির তালিকায় এদিনের ঘোষণাটা জায়গা পাবে না।

Comments are closed.