১০০ দিনের টাকার দাবিতে ফের সুর চড়ালেন মমতা; কেন্দ্রকে তীব্র কটাক্ষ তৃণমূল নেত্রীর 

বঞ্চনার অভিযোগ তুলে ফের একবার হাওড়ার জনসভা থেকে কেন্দ্রকে এক হাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ১০০ দিনের কাজের বকেয়া টাকার দাবি তুলে কেন্দ্রকে তৃণমূল নেত্রীর কটাক্ষ, গরীব মানুষের টাকা মারবেন না। 

বৃহস্পতিবার হাওড়ার পাঁচলায় সরকার পরিষেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মমতা ব্যানার্জি। ওই অনুষ্ঠান মঞ্চ থেকেই রাজ্যের দাবি দাওয়া নিয়ে ফের একবার কেন্দ্রকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানান তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, ১০০ দিনের কাজের টাকা কেন্দ্র দিল না। দিলে আমি বলতাম না। ৭ হাজার কোটি টাকা আমরা পাই। তারপরেই কেন্দ্রকে উদ্দেশ্য করে তৃণমূল নেত্রীর কটাক্ষ, গরীবের টাকা মারবেন না। কেন্দ্র দেয়নি। তাও রাজ্য সরকার নিজের তহবিল থেকে টাকা দিয়ে কাজ করছে। গ্রামীণ রাস্তা, আবাস যোজনা, সহ একগুচ্ছ প্রকল্পে কেন্দ্র টাকা দিচ্ছে না বলেও এদিন তোপ দাগেন মুখ্যমন্ত্রী। 

চলতি বছরেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে বিভিন্ন জেলায় সফর করেছেন মুখ্যমন্ত্রী। এদিনও হাওড়ার পরিষেবা প্রদানের মঞ্চ থেকে ৯০০টি সরকারি প্রকল্পের শিল্যান্যাস করেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে একগুচ্ছ নতুন ঘোষণাও করেন। 

Comments are closed.