বুধবার সন্ধ্যায় আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএল ২০২০ ম্যাচে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। টুর্নামেন্টে এটাই তাদের প্রথম ম্যাচ। দীনেশ কার্তিকদের নিয়ে আশায় বুক বেঁধেছেন ক্রিকেট প্রেমীরা। সেই দলেই রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাহরুখ খানের দলকে ট্যুইটারে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী।
ট্যুইটারে মমতা লিখেছেন, ২০২০ সালে ভারতে ‘করব, লড়ব, জিতব’ স্পিরিট নিয়েই লড়ছে। দুর্যোগের বছরে কেকেআর যেভাবে বাংলার পাশে দাঁড়িয়েছে, তার উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, চ্যাম্পিয়নরা আজ মাঠে নামছেন। দীনেশ কার্তিকের নেতৃত্বাধীন দল ও দলের মালিক শাহরুখ খানকে ম্যাচের জন্য আগাম শুভেচ্ছা জানিয়ে মমতা লিখলেন কেকেআর তৈরি। আইপিএল ২০২০ খেতাব জিতে দীনেশ কার্তিকরা বাংলার মানুষের মুখে হাসি ফোটাবেন বলেই বিশ্বাস মমতা ব্যানার্জির।