রাম মন্দির ভূমিপুজোর দিনই দেশে ঐক্য ও অখণ্ডতার বার্তা দিয়ে ট্যুইট মমতা ব্যানার্জির, দেখে নিন কী লিখলেন মুখ্যমন্ত্রী

রাম মন্দিরের ভূমিপুজোর দিন দেশে ঐক্য ও অখণ্ডতার বার্তা দিয়ে তাৎপর্যপূর্ণ ট্যুইট করলেন মমতা ব্যানার্জি। বুধবারই অযোধ্যায় রাম মন্দিরের ভূমিপুজো ও কাজ শুরুর সূচনা করবেন নরেন্দ্র মোদী। দিল্লি থেকে অযোধ্যার উদ্দেশে যখন রওনা দিয়েছেন মোদী, সেই সময়ই ট্যুইট করেন মমতা।
সকাল ১০ টা নাগাদ পরপর দুটি ট্যুইট করেন মমতা ব্যানার্জি। প্রথমটি ইংরেজিতে এবং দ্বিতীয়টি বাংলায়। তাতে তিনি লেখেন, আমাদের দেশ তার চিরায়ত বৈচিত্রের মধ্যে ঐক্যের ঐতিহ্যকে বহন করে চলেছে। শেষ নিঃশ্বাস পর্যন্ত এই ঐতিহ্যকে সংরক্ষিত রাখতে হবে।

রাম মন্দিরের ভূমিপুজো ঘিরে বেশ কিছুদিন ধরেই চড়ছে উত্তেজনার পারদ। অতিমারি পরিস্থিতির মধ্যে কেন ঘটা করে ভূমিপুজো, সেই প্রশ্নের মধ্যেই অযোধ্যায় রাম মন্দিরের ভূমিপুজো নিয়ে উচ্ছ্বাসে ভাসছে গেরুয়া শিবির। এই পরিস্থিতিতে ভারতের চিরন্তন ঐতিহ্য ধর্মনিরপেক্ষতা এবং অখণ্ডতার পক্ষে জোর সওয়াল করলেন বাংলার মুখ্যমন্ত্রী।

Comments are closed.