দুপুরে ট্যুইট করেছিলেন, বেলা গড়াতেই কালীঘাট মন্দিরে পুজো দিলেন তৃণমূলনেত্রী, একযোগে বিঁধলেন সিপিএম-কংগ্রেস-বিজেপিকে

এক সপ্তাহে এই নিয়ে দ্বিতীয়বার কালীঘাট মন্দিরে পুজো দিতে গেলেন তৃণমূল নেত্রী। পুজো শেষে বললেন, মানুষকে ধন্যবাদ জানিয়ে পুজো দিতে এলাম। একই সঙ্গে সিপিএম কংগ্রেস বিজেপিকে একযোগে বিঁধেছেন মুখ্যমন্ত্রী। পাশপাশি ফের একবার শান্তি সম্প্রতির বার্তা দিয়েছেন তিনি। 

এই প্রথম আসানসোল জয় পেল তৃণমূল। প্রায় ৩ লক্ষ ভোটের ব্যবধানে জয়ী হয়েছে ‘বিহারী বাবু’, অন্যদিকে ভোটের ব্যবধান কমলেও, বালিগঞ্জ নিজেদের দখলে রেখেছে ঘাসফুল শিবির। তাই সব দিক থেকেই শনিবার দিনটি তৃণমূলের কাছে বিশেষ দিন। এদিন পুজো শেষ করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা ব্যানার্জি বলেন, ”শান্তি সম্প্রীতি বজায় রেখে সকলকে চলার আবেদন করছি। উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা যেন ভাল করে পরীক্ষা দিতে পারে, সে দিকেটাও খেয়াল রাখতে হবে। তারপরেই মুখ্যমন্ত্রীর কটাক্ষ, সিপিএম, বিজেপি,কংগ্রেসের অপপ্রচার সত্ত্বেও মানুষ যে তৃণমূলের উপরে আস্থা রেখেছে তাঁর জন্য ধন্যবাদ। 

উল্লেখ্য, রাজনৈতিক মহলের একাংশের মতে, আমতার ছাত্র নেতার মৃত্যু থেকে শুরু করে বগটুই হত্যাকান্ড, সম্প্রতি হাঁসখালী কান্ড। পর পর কয়েকটি ঘটনায় কার্যত উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি। আর এই আবহে উপনির্বাচনে তৃণমূলের জয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। এদিন নিজের বক্তব্যের মাধ্যমে মুখ্যমন্ত্রীও তাই বোঝাতে চেয়েছেন। 

Comments are closed.