প্রতিশ্রুতি ভুলেছেন অমিত শাহ, বাঁকুড়ার হাঁসদা পরিবারের ভরসা মমতাতেই

বিধানসভা নির্বাচনের আগে বাঁকুড়ার জনমজুর বিভীষণ হাঁসদার বাড়িতে এসে মাটিতে বসে খেয়েছিলেন অমিত শাহ। কথা দিয়েছিলেন তাঁর মেয়ের চিকিৎসার ব্যবস্থা করে দেবেন। কিন্তু সেই কথা রাখেননি অমিত শাহ। অবশেষে বিভীষণ হাঁসদার মেয়ের চিকিৎসার দায়িত্ব নিল রাজ্য সরকার।

একুশের নির্বাচনের আগে ২০২০ সালের ৫ নভেম্বর বাঁকুড়ার বিভীষণ হাঁসদার বাড়িতেই মধ্যাহ্ন ভোজন সেরেছিলেন অমিত শাহ। বিভীষণ হাঁসদার মেয়ের কঠিন অসুখের কথা জানতে পেরে অমিত শাহ তাঁর মেয়েকে দিল্লির এইমসে চিকিৎসা করানোর ব্যবস্থা করে দিয়েছিলেন। কিন্তু ১ বছর পেরিয়ে গেলেও সেই কথা রাখেননি কমিটি শাহ। হাঁসদা পরিবারের অভিযোগ কথা দিয়েছিলেন অমিত শাহ, কিন্তু বাস্তবে সেই কথা রেখেছেন রাজ্য সরকার। মেয়ের চিকিৎসার প্রয়োজনীয় ওষুধ পৌঁছে দিয়েছে রাজ্যের সরকার। স্থানীয় বিডিও ও বিএমওএইচ হাঁসদা পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।

প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের তপশিলি জাতি উপজাতির ভোট টানতে একাধিকবার বিজেপির কেন্দ্রীয় নেতাদের রাজ্যের বিভিন্ন তফশিলি পরিবারে মধ্যাহ্নভোজ সারতে দেখা গিয়েছিল।

Comments are closed.