দিশেহারা বাজেটে বেসরকারিকরণের নামে আদানি-করণ হয়েছে, মোদী সরকারকে আক্রমণ মহম্মদ সেলিমের
এবারের বাজেটকে ভোটের ইশতেহার বানিয়ে ফেলেছেন মোদী, কটাক্ষ সেলিমের
করোনা পরিস্থিতিতে থেকে উঠে দাঁড়াতে দরকার ছিল মানবিক অভিমুখ। প্রয়োজন ছিল শিল্প-পরিকাঠামোয় অর্থের জোগান। কিন্তু সেসব কিছুই হল না। এই বাজেট আসলে শিল্পপতিদের পকেট ভরানোর প্রক্রিয়া। এই ভাষাতেই মোদী সরকারের বাজেটকে বর্ণনা করলেন সিপিএম নেতা মহম্মদ সেলিম। বললেন, এবারের বাজেটকে ভোটের ইশতেহার বললে ভুল হয় না।
বাজেটে কোনও দিশা নেই। বাজারকে চাঙা করাই যেখানে সবচেয়ে বড়ো কাজ ছিল সেখানে কেবল ঢক্কানিনাদ। দেশ বিক্রির বন্দোবস্ত করা হয়েছে বাজেটের নামে। সেলিমের অভিযোগ মোদী সরকার আসলে কর্পোরেট সংস্থার মতো চলছে আর আম্বানী-আদানিদের কর্পোরেট সংস্থা দেশ চালাচ্ছে।
কেন্দ্রের আনা নয়া কৃষি বিল নিয়েও মোদী সরকারকে একহাত নেন সিপিএম পলিটব্যুরো সদস্য সেলিম।
তিনি আরও বলেন, ক্ষমতায় আসার আগে মোদী যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন সব ভাওতা। সেলিমের কথায়, একে বাজেট না বলে olx এর বিজ্ঞাপন বললে আরও ভাল বোঝা যাবে। কেন্দ্রীয় সরকারের ঢালাও বেসরকারিকরণেরও তীব্র সমালোচনা করেছেন সিপিএমের প্রাক্তন সাংসদ। তাঁর অভিযোগ, গচ্ছিত টাকা রয়েছে ব্যাঙ্কে আর ব্যাঙ্ক বেসরকারি করে দিচ্ছে মোদী সরকার।
Comments are closed.