মেগা পতন সোনার দামে! বিরাট টাকা দাম কমলো সোনার, খুশি মধ্যবিত্তরা

ভারতে সোনা ও রুপোর দামে অস্থিরতা অব্যাহত। সোমবার ভারতে সোনা ও রুপোর দরে ঘাটতি দেখা দিল, যদিও আন্তর্জাতিক বাজারে সদর্থকদের সাড়া পাওয়া গেছে। সৌভাগ্যবশত সেই পতনের হার খুবই সামান্য। প্রতি ১০ গ্রামে সোনার দাম যাচ্ছে ৫০,২১১ টাকা, এই নির্নয়টি এমসিএক্স সূচকে পাওয়া গেছে এইদিন। এছাড়া রুপোর দাম পাওয়া যাচ্ছে ৬২,০৬০ টাকা ০.১৬% পতনের জেরে প্রতি কেজিতে।

সোনার দাম সূচকে ০.৫৪% উঠেছিল এবং রুপোর ১.২% দর বেড়েছিল সোমবার দিনের শেষে। প্রতি ১০ গ্রামে সোনার দাম কমেছে ৭০০ টাকা কমতে দেখা গেছে সপ্তাহের হিসেবে। বর্তমানে সোনার দামে ওঠানামা লেগেই রয়েছে তাঁর কারণ গত অগস্ট মাসে প্রতি ১০ গ্রামে ৫৬,২০০ টাকা দামের রেকর্ড গড়েছিল।

সোমবার দিনভর নামার পরে বাজার বন্ধের মুখে ১% ওঠে সোনার দর, যার ফলে ১০ গ্রামের হিসেবে দাম বাড়ে ৫০২ টাকা। গতকালের হিসেবে দিনের শেষে সূচকে ২.৩% অর্থাৎ কেজিতে ১,৩৬০ টাকা বাড়ে রুপোর দামও।বর্তমানে সোনার দামে আমূল পরিবর্তন দেখা গেছে আন্তর্জাতিক বাজারে এ দিন ডলারের দাম পুড়ে যাওয়ার ফলে। শুধু তাই নয় প্রতি আউন্স সোনার দাম ১,৮৭৪.২৫ ডলার যাওয়ার কারণ গোল্ড সূচকে ০.২% বৃদ্ধি এবং আউন্স রুপোর দাম ২৪.২৪ ডলা যাচ্ছে সূচকে ০.৪% উত্থানের জেরে।

সম্প্রতি সামান্য বৃদ্ধি পেয়েছে ইটিএফ-এর বৃদ্ধির গতি, অন্যদিকে সোনায় বিনিয়োগের হার হ্রাস পেলে পেয়েছে। শুক্রবার মজুত সোনার পরিমাণ ০.২৪% বেড়ে দাঁড়িয়েছে ১,২২০.১৭ টন, এই নির্নয়টি জানানো হয়েছে বিশ্বের বৃহত্তম ইটিএফ এসপিডিআর গোল্ড ট্রাস্টে তরফ থেকে।

Comments are closed.