মেঘালয়ে প্রবল বৃষ্টিতে ভূমিধ্বসে ২ জনের মৃত্যু, ভেঙে পড়েছে বহু বাড়ি

গত কয়েকদিনের টানা বৃষ্টিতে ভূমিধ্বস মেঘালয়ে। ভূমিধ্বসে মহিলা সহ দুজনের মৃত্যু হয়েছে বলেও জানা গিয়েছে।

পূর্ব খাসি পাহাড় জেলার মালোয়াট গ্রামে এই ভূমিধ্বস হয়। মৃতদের নাম রোহিত কেশিয়ার(১৪) ও ডিলিবন ট্যানস্যাং(৩৫)। উম্বলাই গ্রামে আরেকটি ভূমিধ্বসে দুটি বাড়ি ও দুটি দোকান ভেসে গেছে। থাংবনাই-মাওলিনগোট সড়কের একটি অংশ ভেঙে পড়েছে। রাস্তা পরিষ্কারের কাজ চলছে বলে জানান এক প্রশাসনিক আধিকারিক। ওই এলাকায় আরও কয়েক দিন বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। তার জেরে আরও ভূমিধ্বস হতে পারে বলেও আশঙ্কা করছেন প্রশাসনের আধিকারিকরা। এই এলাকায় যাতে আর কোনও বড় বিপদ না হয় সেই দিকে নজর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তাঁরা।

গত এক সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে মেঘালয়ে। সোমবার সেখানে ভারী বৃষ্টি হয়। বৃষ্টির জেরে অনেক জায়গায় ভুমিধ্বস হয়।
লিংশিং গ্রামে পাঁচটি বাড়ি ধসে পড়েছে। একজন আহত হয়েছেন। মাওসিনরাম ব্লক এবং NH 40 (শিলং-ডাউকি রোড) গাড়ি চলাচল বন্ধ হয়ে গিয়েছে।

Comments are closed.