মেহুল চোকসিকে ডমিনিকা থেকে ভারতে ফেরাতে হাতিয়ার ভ্যাকসিন মৈত্রী!

মেহুলের খোঁজ পাওয়ার খবর পেয়ে দুশ্চিন্তা মুক্ত তাঁর পরিবার

কিউবা পালাতে গিয়ে ডোমিনিকায় ধরা পড়েছেন পলাতক হীরা ব্যবসায়ী মেহুল চোকসি। গত মঙ্গলবার অ্যান্টিগায় খাবার কিনতে গিয়ে রহস্যজনক ভাবে নিখোঁজ হন মেহুল চোকসি।

ঠিক দু’দিন গড়াতেই বৃহস্পতিবার তাঁর আইনজীবী বিজয় আগরওয়াল সংবাদ মাধ্যমকে জানান, ডোমিনিকায় মেহুল চোকসির খোঁজ পাওয়া গেছে। সেখানকার পুলিশ তাঁকে গ্রেফতার করেছে।

মেহুলের খোঁজ পাওয়ার খবর পেয়ে দুশ্চিন্তা মুক্ত তাঁর পরিবার।

হীরে ব্যবসায়ী চোকসির বর্তমান ঠিকানা ছিল অ্যান্টিগা। জানা গিয়েছে, সেখান থেকেই তিনি নিখোঁজ হয়ে যান। সূত্রের খবর, বুধবার রাতে ডমিনিকার স্থানীয় পুলিশ তাঁকে আটক করে। একটি নৌকায় করে কিউবায় পালানোর চেষ্টা করছিলেন তিনি।

ডমিনিকার সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত ভাল। সম্প্রতি ভারত সরকার বিনামূল্যে ১ লক্ষ করোনা টিকা দিয়েছে ক্যারিবিয়ান আইল্যান্ডসের এই দ্বীপ রাষ্ট্রে। এবার ডিপ্লোম্যাটিক চ্যানেল ব্যবহার করে চোকসিকে ডমিনিকা থেকে ভারতে ফেরানোর চেষ্টা শুরু করেছে বিদেশ মন্ত্রক। এদিকে অ্যান্টিগার প্রধানমন্ত্রী জানিয়েছেন মেহুল চোকসি আর সে দেশে ঢুকতে পারবে না। ডমিনিকা চাইলে চোকসিকে ভারতের হাতে তুলে দিতে পারে। সবমিলিয়ে ১৪ হাজার কোটির জালিয়াতিতে অভিযুক্ত হীরে ব্যবসায়ী মেহুল চোকসিকে হাতে পাওয়ার ব্যাপারে বেশ অনেকটাই আশাবাদী ভারত।

Comments are closed.