ম্যাচ শেষে কেন ‘তেড়ে’ গিয়েছিলেন নেদারল্যান্ডের কোচের দিকে; অবশেষে মুখ খুললেন মেসি 

প্রায় মাস খানেক হল বিশ্বকাপ শেষ হয়েছে। কিন্তু এখনও তা নিয়েও চর্চা চলছেই। কোনও কোনও সংবাদমাধ্যমে রোজই বিশ্বকাপ নিয়ে কিছু না কিছু খবর হচ্ছেই। এই পরিস্থিতি ফের একবার শিরনামে উঠে এলেন লিওনেল মেসি। ফুটবলের ম্যাজিক ম্যান সম্প্রতি একটি সাক্ষাৎকারে আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ড ম্যাচ নিয়ে মুখ খুলেছেন। ম্যাচের প্রায় একমাস পর মেসি জানালেন কেন তিনি নেদারল্যান্ডের কোচ লুই ভ্যান গলের দিকে ‘তেড়ে’ গিয়েছিলেন। 

‘Tyc sports’-কে দেওয়া এক সাক্ষাৎকারে আর্জেন্টাইন মহাতারকা বলেছেন, ভ্যান গলের মতো একজন দক্ষ কোচ যে ধরণের মন্তব্য করেছিলেন, তাতে আমি অপমানিত হয়েছিলাম। উনি শুধু আমাকেই নয় আর্জেন্টিনা দলকে অপমান করেছিলেন। কিন্তু কী বলেছিলেন ভ্যান গল ? 

অনেক ফুটবল প্রেমীরই মনে আছে, আর্জেন্টিনার সঙ্গে হাইভোল্টেজ কোয়ার্টার ফাইনালের আগে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছিলেন ডাচ কোচ ভ্যান গল। ম্যাচের ঠিক আগেই এক সাক্ষাৎকারে ভ্যান গল বলেছিলেন, মেসি একজন সৃজনশীল, দুর্ধর্ষ খেলোয়াড়। যে কোনও সময়ে সতীর্থদের জন্য গোলের সুযোগ তৈরি করে দিতে পারেন। কিন্তু মেসি বল পজিশনে না থাকলে আর্জেন্টিনার হয়ে কী করতে হবে উনি বুঝতে পারেন না। আর এটাই আমাদের কাছে সুযোগ। এছাড়াও আর্জেন্টিনার বিরুদ্ধে আমাদের কাছে হরেক রকমের অস্ত্র প্রস্তুত রয়েছে। এখানেই থামেননি তিনি। ডাচ কোচ আরও বলেছিলেন, ম্যাচ যদি পেনাল্টিতে গড়ায়, তাহলে নিঃসন্দেহে নেদারল্যান্ডই জিতবে। আর্জেন্টিনার কোনও সুযোগই নেই। 

আর ভ্যান গলের এই মন্তব্যেই বেজায় চটেছিলেন এলএম টেন। সাক্ষাৎকারে তিনি বলেন, আমিও নেদারল্যান্ডকে নিয়ে অনেক কথা বলেছি। ওদের খেলার ধরণ নিয়ে অনেক মন্তব্য করেছি। ওরকম একটি ম্যাচে এরকম বাক যুদ্ধ হতেই পারে। তবে আমি বিপক্ষের দলকে সবসময় সম্মান দেখিয়েছি। আমি একই আচরণ ওদের কাছ থেকেও আশা করি। 

প্রসঙ্গত, আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ড কোয়ার্টার ফাইনাল শেষে এক ‘অন্য মেসি’কে দেখেছিল ফুটবল বিশ্ব। সেমী ফাইনালে ওঠার আনন্দে যখন গোটা টিম উদযাপন করছে। তখন মাঠের ধরে নেদারল্যান্ডের টিম মেম্বার দের দিকে তেড়ে গিয়েছিলেন লিওনেল মেসি। স্বভাব শান্ত মেসির এধরণের আচরণ দেখে অনেকেই অবাক হয়েছিল। উত্তেজিত ভঙ্গিতে হাত নেড়ে ভ্যান গলকে কিছু বলতেও দেখা গিয়েছিল। অবশেষে সেই ঘটনা নিয়ে মুখ খুললেন তারকা ফুটবলার।  

Comments are closed.