ইংরেজি শিখছেন মেসি; শিক্ষক ক্লাবেরই সতীর্থ 

মার্কিন ক্লাব ইন্টার মিয়ামিতে সই করছেন মেসি। নতুন ক্লাবে মাঠে শুরুটা দারুন করলেও অন্য সমস্যায় পড়েছেন ফুটবলের ম্যাজিক ম্যান। খেলোয়াড় জীবনের সিংহভাগ সময়টা মেসি কাটিয়েছেন স্পেনে। বার্সেলোনা ছেড়ে প্যারিসের ক্লাবে খেললেও সেখানে ইংরেজির খুব একটা প্রয়োজন পড়েনি। তবে মার্কিন মুলুকে গিয়ে ইংরেজির প্রয়োজন পড়ছে লিও’র। আর যে কারণে ইংরেজি শিখতে শুরু করেছেন আর্জেন্টিনার অধিনায়ক। 

জানা গিয়েছে, ইন্টার মায়ামিতে সতীর্থ খেলোয়াড় রব টেলরের কাছ থেকে ইংরেজি শিখছেন মেসি। একটি স্পোর্টস চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে রব জানিয়েছেন, ইন্টারমিয়ামিতে এসে মেসি তাঁর কাছে ইংরেজি শিখছেন। পাল্টা তিনি মেসির কাছে স্প্যানিশ শিখছেন। যদিও মজার ছলে রব এও বলেন, মেসি এখনও ইংরেজিতে ততটা সরগর হননি। তবে মাঠে কথাবার্তা বলতে অসুবিধা হচ্ছে না। 

এদিকে ইন্টার মিয়ামির জার্সিতে মাঠে নেমেই গোল করেছেন মেসি। উদ্বোধনী ম্যাচ থেকেই মিয়ামির দর্শকদের প্রত্যাশা পূরণ করেছেন এলএম টেন। 

Comments are closed.