কোন চার দল কাতার বিশ্বকাপে বাজিমাত করতে পারে ? ভবিষৎবাণী করলেন খোদ মেসি 

চলছে কাতার বিশ্বকাপ। ফুটবল জ্বরে আক্রান্ত কার্যত গোটা বিশ্ব। তার মধ্যেই মেসির বুদ্ধিদীপ্ত ফুটবল বা কিলিয়ান এমবাপের বল নিয়ে দৌড় ফুটবল প্রেমীদের মোহিত করে রেখেছে। এছাড়াও বিশ্বের সব থেকে বড় ইভেন্ট নিয়ে রোজই কিছু না কিছু চমক থাকছে। এই আবহে শুরুর দিন থেকেই ফুটবল প্রেমীদের মনে একটাই প্রশ্ন, কোন দলের হাতে উঠবে সেই বহু কাঙ্খিত ট্রফি? অবশ্যই নিজের নিজের পছন্দের দলের নাম বলছে সমর্থকেরা। তবে লিও মেসির পছন্দের তালিকায় আর্জেন্টিনা বাদেও আরও তিনটে দল রয়েছে। লিও-এর মতে এই দলগুলিও কাপের দাবিদার হতে পারে। 

সম্প্রতি একটি সাক্ষাৎকারে আর্জেন্টাইন তারকার কাছে জানতে চাওয়া হয়েছিল, তাঁর মতে কোন কোন দল এবারে বাজিমাত করতে পারে। উত্তরে লিও সবার আগে নিজের দেশেরই নাম করেছেন। বলেন, কাপ জয়ী দলগুলোর মধ্যে আমরাও একজন হতে পারি। আর্জেন্টিনা সবার সেরা। আমরা যে বিশ্বকাপ জেতার ক্ষমতা রাখি ইতিমধ্যেই তার প্রমাণ দিয়েছি। সামনের ম্যাচগুলোতে আমাদের আরও লড়াই করতে হবে। 

নিজের দেশকে এগিয়ে রাখবেন, এতো খুব স্বাভাবিক কথা। কিন্তু এছাড়াও মেসি যে তিন দলের নাম নিয়েছেন, তাতে যথেষ্ট চমক রয়েছে। তারকা ফুটবলারের পছন্দের তালিকায় রয়েছে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল। নেইমারদের নিয়ে বলতে গিয়ে মেসি বলেন, বিশ্বকাপের সবকটি ম্যাচ দেখারই খুব চেষ্টা করছি। ক্যামেরুনের বিরুদ্ধে বাদ দিলে সবকটি ম্যাচেই ব্রাজিল দুর্দান্ত খেলেছে। এবারের বিশ্বকাপে আমার অন্যতম ফেভারিট দল। এছাড়াও মেসির পছন্দের তালিকায় রয়েছে গতবারের বিজয়ী ফ্রান্স এবং স্পেনও। 

Comments are closed.