১৯ তারিখ একই ম্যাচে মেসি-রোনাল্ডো, টিকিটের দাম ২২ কোটি, কারণ জানেন

মাঠে একসঙ্গে খেলবেন মেসি আর রোনাল্ডো। ১৯ জানুয়ারি প্রতিপক্ষ হয়ে মাঠে নামবেন দুই মহাতারকা। কিন্তু এই ম্যাচে টিকিটের দাম শুনলে অবাক হতে হবে। এক ম্যাচের টিকিটের দাম ভারতীয় মুদ্রায় প্রায় ২২ কোটি টাকা।

১৯ জানুয়ারি সৌদির ক্লাব আল নাসেরে অভিষেক হবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। অন্যদিকে পি এস জির জার্সিতে খেলতে নামবেন মেসি। সৌদিতেই হবে এই ম্যাচ।  কিন্তু কেন এই টিকিটের দাম এত বেশী? টিকিটের নাম ‘বিয়ন্ড ইমাজিনেশন’।

জানা গিয়েছে, এই টিকিটে পিএসজি ছাড়া আল হিলাল, আল নাসেরের বাছাই একাদশের সই থাকবে। এই টিকিট কাটলে ম্যাচ জয়ের পর জয়ী দলের সঙ্গে সেলিব্রেশন করতে পারবেন যিনি টিকিট কিনেছেন। ব্যক্তিগতভাবে মেসি ও রোনাল্ডোর সঙ্গে দেখাও করতে পারবেন তিনি। এই টিকিটের টাকা দিয়ে চ্যারিটির কাজ করা হবে।

বিশ্বকাপের পর রেকর্ড অর্থে সৌদির ক্লাব আল নাসেরে সই করেছেন ক্রিশিয়ানো রোনাল্ডো। জানা গিয়েছে, আল নাসেরের পর মেসিকে চাইছে আল নাসেরের প্রতিপক্ষ আল হিলাল। এরজন্য রোনাল্ডোর থেকে আরও বেশি টাকা দিয়ে মেসিকে চাইছে আল হিলাল। মেসি বর্তমানে যে ক্লাবে খেলেন,  সেই পিএসজির মালিক কাতারের। এইবারে বিশ্বকাপের আয়োজক দেশ ছিল কাতার।

Comments are closed.