পিএসজি’তেই কি থাকতে চাইছেন মেসি! লিও’র ক্ষমা চাওয়া নিয়ে বাড়ছে জল্পনা 

ক্লাবকে না জানিয়ে সৌদি চলে গিয়েছিলেন। এই ‘অপরাধে’ মেসিকে দু’সপ্তাহের জন্য সাসপেন্ড করেছে পিএসজি। যার পরেই জল্পনা দেখা দিয়েছিল, মেসিও তবে পিএসজি’র সঙ্গে সম্পর্কের ইতি টানবেন। ফুটবল মহলের একাংশ এমনটা যা ঘটবে, তা নিয়ে নিশ্চিতও ছিল। তবে শুক্রবার অন্য ঘটনার স্বাক্ষী থাকল ফুটবল দুনিয়া। পিএসজি এবং ক্লাবের সতীর্থদের কাছে ক্ষমা চাইলেন ফুটবলের ম্যাজিক ম্যান।

না জানিয়ে সৌদিতে ছুটি কাটাতে যাওয়ার জন্য একটি বিবৃতি দিয়ে দুঃখ প্রকাশ করেছেন বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক। মেসি তাঁর বার্তায় লিখেছেন, আমি ক্লাব এবং সহ খেলোয়াড়দের কাছে ক্ষমা চাইছি। এই কদিনে যা কিছু হয়েছে, তার জন্যই আমি এই বার্তাটি দিচ্ছি। আগেও ম্যাচের শেষে ছুটি পেতাম। ভেবে ছিলাম এবারেও ছুটি থাকবে। তাই পরিবারের সঙ্গে সৌদি যাওয়ার পরিকল্পনা করি। শেষ মুহূর্তে সফর বাতিল করা সম্ভব হয়নি। পাশাপাশি মেসি এও জানান, তিনি বর্তমানে প্যারিসেই রয়েছেন। ক্লাবের সিদ্ধান্তের অপেক্ষার রয়েছি।

মেসির এই বার্তার পরেও ফুটবল মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। তাহলে কি তাঁর ও পিএসজি’র মধ্যে সম্পর্কের বরফ গোলছে? যদিও ক্লাবের তরফে এখনও কোনও বিবৃতি জারি করা হয়নি। বর্তমানে মেসি দুসপ্তাহের নির্বাসনেই রয়েছেন।

Comments are closed.