সাসপেন্ড করেছিল পিএসজি; এই মরশুমেই ফরাসি ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছেন লিও ! 

একেবারে তলানিতে এসে ঠেকেছে মেসি-পিএসজি সম্পর্ক। পিএসজির সঙ্গে লিও-এর যে সম্পর্ক ভালো যাচ্ছে না, তা নিয়ে বহুদিন ধরেই জল্পনা চলছিল। এর মাঝেই মেসিকে দু সপ্তাহের জন্য সাসপেন্ড করেছে পিএসজি। আর্জেন্টাইন তারকার বিরুদ্ধে ক্লাবের অভিযোগ, কোনও রকম অনুমতি না নিয়েই সৌদি আরবে চলে গিয়েছেন মেসি। যার ফলে টানা দু সপ্তাহে ক্লাবে প্র্যাকটিস করতে পারবেন না তিনি। লীগ ওয়ানের দুটি ম্যাচও খেলতে পারবেন না। বেতন কাটা যাবে। আর এনিয়ে যখন তোলপাড় গোটা ফুটবল বিশ্ব, তখনই জানা গেল, মেসি নিজেও আর পিএসজিতে থাকতে চাইছেন না। 

ক্রীড়া সাংবাদিক ফ্যাবরিজো রোমানো জানিয়েছেন, পিএসজি মেসির সম্পর্কে যেখানে এসে দাঁড়িয়েছে, তাতে করে লিওর ফরাসি ক্লাবে খেলার আর কোনও সম্ভবনাই নেই। জানা গিয়েছে, মরশুম শেষ হলেই মেসি পিএসজি ছাড়বেন। এমনকী, পিএসজির ওপর তারকা ফুটবলার নেইমারও পিএসজি ছাড়তে পারেন বলে খবর। 

তবে পিএসজি ছাড়লেও মেসি নতুন করে কোন ক্লাবের সঙ্গে চুক্তি করবেন সে সম্পর্কে কিছু জানা যায়নি। তবে ফুটবল মহলের একাংশের মতে, লিও এবার নিজের দেশ আর্জেন্টিনার কোনও ক্লাবের সঙ্গে চুক্তি করতে পারেন। প্রসঙ্গত, সৌদির পর্যটন দফতরের প্রচারে সপরিবারে সেখানে গিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক। বাণিজ্যিক প্রচারে পাশাপাশি পরিবারের সঙ্গে চুটিয়ে ছুটি কাটাচ্ছেন ফুটবলের ম্যাজিক ম্যান। 

Comments are closed.