মোদীর পুরস্কার পাওয়াকে কেন্দ্র করে কটাক্ষ বিরোধীদের, পালটা বিজেপি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘ফিলিপ কোটলার প্রেসিডেনশিয়াল’ পুরস্কার পাওয়ার জন্য অভিনন্দন জানালেন কংগ্রেস সভাপতি। তবে ব্যাঙ্গের সুর ছিল এই অভিনন্দন বার্তায়। মঙ্গলবার কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ট্যুইটে লেখেন, প্রধানমন্ত্রীকে অনেক অভিনন্দন ‘ভারত বিখ্যাত’ কোটলার প্রেসিডেনশিয়াল পুরস্কার জেতার জন্য। এই পুরস্কার এতটাই বিখ্যাত যে, এর কোনও জুরি মেম্বার নেই। এই ট্যুইট ছড়িয়ে পড়ার পর বিজেপি বিরোধী বিভিন্ন দলের নেতা নরেন্দ্র মোদীকে খোঁচা দিয়ে ট্যুইট করতে শুরু করেন। রাহুলের ট্যুইটের পরিপেক্ষিতে আরজেডি নেতা তেজস্বী যাদব ট্যুইট করেন, অতুলনীয়, অসাধারণ এবং বিস্ময়কর পুরস্কার জেতার জন্য মোদীকে কোটি কোটি শুভেচ্ছা। সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি আর এক কদম এগিয়ে মোদীকে কটাক্ষ করে ট্যুইট করেন, বিশ্বের প্রথম অতি গোপনীয় সম্মান পাওয়ার জন্য প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন।
প্রধানমন্ত্রীর পুরস্কার পাওয়ার খবর নজরে আসে বিজেপি নেতাদের পোস্ট করা একটি ছবির মাধ্যমে। ছবির সঙ্গে লেখা হয়, এই প্রথমবার ফিলিপ কোটলার প্রেসিডেনশিয়াল পুরস্কার পাচ্ছেন প্রধানমন্ত্রী। অন্যদিকে রাহুলের এই ট্যুইটের সমালোচনা করে বিজেপি কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ট্যুইট করেন, এই মন্তব্য যিনি করলেন, তাঁর পরিবার নিজেদেরই একমাত্র ‘ভারত রত্ন’ পাওয়ার যোগ্য মনে করেন। মোদীর পুরস্কৃত হওয়ার প্রসঙ্গে স্মৃতি লেখেন, ভারতবাসীর জন্য বিশেষ গর্বের দিন। প্রসঙ্গত, ‘ওয়ার্ল্ড মার্কেটিং সামিট গ্রুপের প্রতিষ্ঠাতা ফিলিপ কোটলারের নামে এই পুরস্কার বিভিন্ন ক্ষেত্রে বিশেষ কৃতিত্বের জন্য দেওয়া হয়, যা এবার পেয়েছেন দেশের প্রধানমন্ত্রী।

Comments are closed.