আজ জর্জ টেলিগ্রাফের শক্ত চ্যালেঞ্জের মুখে মোহনবাগান, আক্রমণাত্মক হতে চাইছেন সবুজ-মেরুন কোচ

আজ কলকাতা লিগে অন্যতম কঠিন ম্যাচ খেলতে নামছে মোহনবাগান। প্রতিপক্ষ জর্জ টেলিগ্রাফ। ৪ ম্যাচে ৯ পয়েন্ট জর্জের। ইস্টবেঙ্গলকে হারিয়ে ইতিমধ্যেই কলকাতা ময়দানের শোরগোল ফেলে দিয়েছে রঞ্জন ভট্টাচার্যের দল। জর্জ শুধুমাত্র হেরেছে মহামেডান স্পোটিং এর কাছে। লিগ টেবিলের যা অবস্থা, তাতে মোহনবাগান ম্যাচে অঘটন ঘটাতে পারলে, চ্যাম্পিয়নশিপের দিকে অনেকটাই এগিয়ে যাবে জর্জ টেলিগ্রাফ।
অন্যদিকে মোহনবাগান। প্রথমদিকে পরপর পয়েন্ট নষ্ট করে কিছুটা পিছিয়ে পড়েছিল কিবু ভিকুনার দল। কিন্তু লিগের লড়াইয়ে এখনও ভালোভাবেই আছে গতবারের চ্যাম্পিয়নরা। বড় ম্যাচে দুরন্ত ফুটবল খেলেছেন মোহনবাগান ফুটবলাররা। তারপরে চ্যাম্পিয়নশিপের দৌড়ে থাকা ভবানীপুরকে হারিয়ে আত্মবিশ্বাসী নাওরেমরা। জজ টেলিগ্রাফকে হারাতে পারলে লিগের লড়াইয়ে নিজেদের অবস্থান অনেক শক্ত করবে মোহনবাগান।
শনিবার অনুশীলনে আক্রমণের জোর বাড়ালেন‌ মোহনবাগানের স্প্যানিশ কোচ কিবু ভিকুনা। দলে কোন চোট-আঘাত সমস্যা নেই। শুধু কার্ড সমস্যায় খেলতে পারবেন না জেসুরাজ। জর্জ ম্যাচের আগের দিন মোহনবাগান কোচ জানালেন, ‘জর্জ টেলিগ্রাফ বেশ ভালো দল। ওদের দলে বিদেশিরা বেশ ভালো। স্থানীয় ফুটবলাররাও অভিজ্ঞ। ম্যাচটা আমাদের মোটেও সোজা হবে না। তবে আমরা জয়ের জন্যই খেলতে নামব।’
অন্যদিকে, জর্জ টেলিগ্রাফ কোচ রঞ্জন ভট্টাচার্য। তিনি তো পরিষ্কার বলেই দিচ্ছেন, মোহনবাগান এমন কোনও আহামরি ফুটবল খেলছে না। তাঁরা তিন পয়েন্টের নামলেও, মূল লক্ষ্য থাকবে যাতে দল গোল না খায়। কারণ লিগ টেবিলে যা অবস্থা, মোহনবাগান ম্যাচ ড্র করতে পারলেও লাভ জর্জের।

Comments are closed.