আজ ডুরান্ড সেমিফাইনালে ৯০ মিনিটের ম্যাচ শেষ করাই লক্ষ্য মোহনবাগানের, নামবেন বেইতিয়া

মোহনবাগান শিবিরে কান পাতলে একটা কথাই শোনা যাচ্ছে। যে কোনওভাবেই হোক, রিয়াল কাশ্মীর এর বিরুদ্ধে ডুরান্ড কাপ সেমিফাইনাল শেষ করতে হবে ৯০ মিনিটে। এই মরসুমে পাঁচটি ম্যাচ খেলা হয়ে গেছে মোহনবাগানের। দলের ফিজিকাল ফিটনেস যে তলানিতে, তা পরিষ্কার হয়ে গেছে এই কয়েকটি ম্যাচেই। প্রশ্ন উঠে গেছে দলের ফিজিকাল ট্রেনার মাইকেল আবোতসিকে নিয়ে। তাই ডুরান্ড কাপ সেমিফাইনাল যদি অতিরিক্ত সময়ে গড়ায়, তাহলে মোহনবাগান ফুটবলারদের জন্য বেশ সমস্যার হবে, তা ভালই জানে সবুজ মেরুন টিম ম্যানেজমেন্ট। মোহনবাগানের স্প্যানিশ কোচ কিবু ভিকুনা তাই মঙ্গলবার বললেন, ‘আমরা সবে মরশুম শুরু করছি। তাই ১২০ মিনিট খেলা বেশ সমস্যার। আমাদের লক্ষ্য থাকবে যে কোনওভাবেই হোক, ম্যাচটি ৯০ মিনিটে শেষ করা।’
প্রতিপক্ষ রিয়াল কাশ্মীর দলে ৪ বিদেশি। গত বছর থেকেই দলের রক্ষণভাগ শক্তিশালী। ডুরান্ড কাপের গ্রুপ পর্যায়ে একটিও গোল খায়নি ডেভিড রবার্টসনের দল। রিয়াল কাশ্মীর এফসিকে বেশ সমীহ করছেন মোহনবাগান কোচ। বলছেন, ‘ডুরান্ড কাপে এখনও একটাও গোল হজম করেনি এই দল। গত বছর থেকে দলে তেমন পরিবর্তন আসেনি। কাশ্মীর খুব ভালো দল। তবে আমাদের দলও তৈরি। যত দিন যাচ্ছে দল উন্নতি করছে। শেষ ম্যাচের পর হাতে চার দিন সময় ছিল। আমাদের জন্য সুবিধাই হয়েছে।’
মোহনবাগান দলে বেশ কিছু চোখ সমস্যা ছিল। চোটের আওতায় ছিলেন স্প্যানিশ মিডফিল্ডার বেইতিয়া। তবে সেমিফাইনালের আগের দিন মোহনবাগান কোচ জানালেন, ‘আমার দলের ৪ বিদেশি সেমিফাইনাল খেলার জন্য তৈরি।’

Comments are closed.