পাহাড়ে মোহনবাগান ঝড়, আই লিগ চ্যাম্পিয়নশিপের স্বপ্ন দেখা শুরু মোহনবাগানে

আগামী বছর থেকে আইএসএল খেলবে মোহনবাগান। এটিকের সঙ্গে সংযুক্ত হয়ে। এই আই লিগ দেখতে গেলে মোহনবাগানের কাছে শেষ আই লিগ। আর শেষ আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন কিন্তু ইতিমধ্যেই দেখতে শুরু করে দিয়েছে মোহনবাগান। মোহনবাগান যেন অশ্বমেধের ঘোড়া। ছুটেই চলেছে। তার রাশ টানার মতো ক্ষমতা যেন কোনও দলের নেই। বড় ম্যাচ জেতার পর সাধারণত তার পরের ম্যাচে বড় দলের পা হড়কায়। ময়দানের এই চেনা প্রবাদকে মিথ্যা প্রমাণিত করল মোহনবাগান। রবিবার যে ফুটবল খেলে ইস্টবেঙ্গলকে হারিয়েছিল। বৃহস্পতিবার ইম্ফলের মাঠে নেরোকা এফসির বিরুদ্ধে তার থেকেও হাজার গুণ সুন্দর ফুটবল উপহার দিল কিবু ভিকুনার দল।
ফল যা হওয়ার তাই হল। দুরন্ত জয় পেল মোহনবাগান। একবারের জন্য বোঝা গেল না অ্যাওয়ে ম্যাচ খেলছেন সবুজ মেরুন ফুটবলাররা। মোটা ম্যাচেই একতরফা ফুটবল। মোহনবাগান জিতল ৩-০ গোলে। গোল করলেন নাওরেম, বাবা দিওয়ারা এবং কোমরন। পরপর দুই ম্যাচে গোল পেলেন সেনেগালের স্ট্রাইকার বাবা। বড় ম্যাচের মতই দুরন্ত ফুটবল খেললেন নাওরেম। মোহনবাগান জার্সিতে প্রথম গোল করে ফেললেন কোমরন। এই জয়ের ফলে ৯ ম্যাচে ২০ পয়েন্টে পৌঁছাল মোহনবাগান। লিগ চ্যাম্পিয়নশিপের দৌড়ে বাকিদের থেকে অনেকটাই এগিয়ে তারা।

 

Comments are closed.