মুখ্যমন্ত্রীর নির্দেশ, হাঁসখালির মৃত তরুণীর পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছেন মহুয়া মিত্র 

মৃত তরুণীর পরিবারের সঙ্গে দেখা করতে মঙ্গলবার হাঁসখালি যাচ্ছেন তৃণমূল সাংসদ মহুয়া মিত্র। তৃণমূল সূত্রে খবর, দলনেত্রী মমতা ব্যানার্জির নির্দেশ পেয়েই তিনি এদিন হাঁসখালি যাচ্ছেন। সোমবারই মিলন মেলা প্রাঙ্গনে একটি সরকারি অনুষ্ঠান থেকে হাঁসখালি নিয়ে মুখ খুলেছিলেন মুখ্যমন্ত্রী। তিনি সাফ জানান, কোনও রাজনৈতিক পরিচয় না দেখেই দোষীদের গ্রেফতার করা হচ্ছে। এদিকে মঙ্গলবার এই ঘটনায় মূল অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, মঙ্গলবার দুপুর নাগাদ কয়েকজন বিজেপি বিধায়ককে নিয়ে তিনি হাঁসখালি যাবেন। জানা গিয়েছে, বিজেপির প্রতিনিধি দলের পৌঁছনোর আগে হাঁসখালি যাচ্ছেন মহুয়া। দোষীদের কঠোরতম শাস্তির আশ্বাস দেওয়া হবে এই বার্তা নিয়েই নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করবেন তৃণমূল সাংসদ। 

গত ৫ এপ্রিল হাঁসখালির তরুণীকে গণ ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ঘটনার দিন রাতেই ওই তরুণীর মৃত্যু হয়। অভিযোগের তীর স্থনীয় তৃণমূল নেতার ছেলের দিকে। ইতিমধ্যেই মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। হাঁসখালি কাণ্ড নিয়ে রীতিমতো উত্তাল রাজ্য রাজনীতিতে। শাসক বনাম বিরোধী তরজায় উত্তপ্ত রাজ্য রাজনীতিতে।  

Comments are closed.