টিকিট বুকিংয়ে নতুন ঘোষণা রেলের, একটি আইডি থেকে কাটা যাবে আরও বেশি টিকিট 

অনলাইনে ট্রেনের টিকিট কাটার ক্ষেত্রে বড়সড় ঘোষণা করল IRCTC। এবার থেকে একটি আইডি থেকে আগের থেকেও বেশি সংখ্যক টিকিট কাটতে পারবেন যাত্রীরা। যার ফলে টিকিট বুকিংয়ের ক্ষেত্রে আরও সুবিধা পেতে চলেছে গ্রাহকরা। সোমবারই রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে এই ঘোষণা করা হয়। 

আগে IRCTC-এর একটি আইডি থেকে মাসে সর্বাধিক ৬ টি টিকিট কাটা যেত। নতুন নির্দেশিকায় তা বাড়িয়ে ১২ টি করা হয়েছে। অর্থাৎ এখন থেকে একটি আইডির মাধ্যমে দ্বিগুন টিকিট কাটা যাবে। পাশপাশি IRCTC-এর কোনও আইডির সঙ্গে আধার লিঙ্ক করা থাকলে আগে মাসে ১২ টি করে টিকিট কাটা যেত। এখন থেকে তার সংখ্যা বাড়িয়ে ২৪ টি করা হয়েছে। স্বাভাবিকভাবেই রেলের এই ঘোষণায় অনেকটা সুবিধে পাবেন যাত্রীরা। 

প্রযুক্তির যুগে যাত্রীদের সিংহভাগই দূরপাল্লায় ট্রেনের জন্য অনলাইনেই টিকিটে কেটে থাকে। দিন দিন IRCTC ব্যবহারকারীর সংখ্যাও বাড়ছে। রেলের এক আধিকারিকের মতে, নতুন নিয়মের ফলে যেমন গ্রাহকরা সুবিধা পাবেন একই ভাবে মনে করা হচ্ছে রেলের টিকিট বিক্রিও বাড়বে। এর ফলে সামগ্রিকভাবে রেলের রোজগারও আরও বাড়বে। 

Comments are closed.