বেলুড়বাসীর জন্য সুখবর, ট্রেন সংখ্যা বাড়ছে বেলুড় মঠ স্টেশনে; পরিকল্পনায় পূর্ব রেল

বেলুড় মঠ স্টেশন থেকে বাড়তে চলেছে ট্রেনের সংখ্যা। বেলুড় স্টেশনের মতো বেলুড় মঠ স্টেশনেও যাতে হাওড়া থেকে আসা সব লোকাল ট্রেন দাঁড়াতে পারে, এমনটাই পরিকল্পনা করছে রেল। পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই বেলুড় মঠ স্টেশনকে বেলুড় স্টেশনের সঙ্গে জুড়ে দেওয়ার কাজ চলছে। ভবিষ্যৎ-এ বেলুড় মঠ স্টেশনে লাইনের সংখ্যা বাড়িয়ে সেখানে যাতে আরও বেশি ট্রেন আসে তার একটা পরিকল্পনা শুরু হয়েছে। 

শনিবার বেলুড় মঠ স্টেশন পরিদর্শনে আসেন হাওড়া ডিভিশনের DRM মনীশ জৈন। বেলুড় মঠ স্টেশনের বর্তমান লাইনের পাশে আরও একটি লাইন তৈরির জন্য যে জায়গা ঠিক করা হয়েছে তা তিনি ঘুরে দেখেন। বর্তমানে বেলুড় মঠ স্টেশনে মাত্র একটি লাইন রয়েছে। জানা যাচ্ছে, খুব শীঘ্রই আরও একটি লাইন পাতার কাজ শুরু হবে। পূর্ব রেল সূত্রে খবর, আপাতত একটি লাইন বাড়ানো হচ্ছে। জায়গাও ঠিক হয়ে গিয়েছে। ভবিষৎ বেলুড় স্টেশনের মতোই যাতে বেলুড় মঠ স্টেশনেও সব ট্রেন দাঁড়ায় তা নিয়ে প্রাথমিক পর্যায়ে আলোচনা হয়েছে। 

বেলুড় বর্তমানে দুটি স্টেশন। একটি বেলুড় মঠ স্টেশন। অন্যটি বেলুড় স্টেশন। বেলুড় মঠ স্টেশনে একটি লাইন রয়েছে। হাওড়া থেকে সরাসরি দিনে চারটি ট্রেন আসে বেলুড় মঠ স্টেশনে।  বেলুড় মঠ সংলগ্ন বাসিন্দাদের ট্রেন ধরতে গেলে প্রায় ৩ কিমি দূরে বেলুড় স্টেশনে যেতে হয়। স্টেশনে যাওয়ার রাস্তাটি সংকীর্ণ হওয়ায় অফিস টাইমে ব্যাপক যানজটের মধ্যেও পড়তে হয়। বেলুড় মঠ স্টেশনের ট্রেন সংখ্যা বাড়ানো হোক। দীর্ঘদিন ধরে এমনটা দাবি করে আসছেন বেলুড় মঠ সংলগ্ন বাসিন্দারা। অন্যদিকে ট্রেনের সংখ্যা বাড়লে বেলুড় মঠে আগত দর্শনার্থীরাও উপকৃত হবেন। সব মিলিয়ে রেলের পরিকল্পনায় আশায় বুক বেঁধেছে বেলুড়ের বাসিন্দারা।

Comments are closed.