সংসদ চত্বরে কোনও ধরনা, অনশন করা যাবে না; নতুন নির্দেশ ঘিরে ফের শুরু রাজনৈতিক তরজা

‘অসংসদীয় শব্দ’ নিয়ে এখনও রাজনৈতিক তরজা তুঙ্গে। এই আবহে আসন্ন বাদল অধিবেশনের পূর্বে নতুন ফরমান জারি করল রাজ্যসভার সচিবালয়। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, বাদল অধিবেশনে সংসদ চত্বরে কোনও রকমের ধরনা, অনশন, প্রতিবাদ করা যাবে না। এমনকী সংসদ চত্বরে লোকসভার কোনও সদস্য কোনও রকমের ধর্মীয় আচার আচরণ পালন করতে পারবেন না। 

বৃহস্পতিবারই বিজ্ঞপ্তি জারি করে একগুচ্ছ শব্দকে অসংসদীয় তকমা দেওয়া হয়েছিল। অধিবেশন চলা কালীন তালিকায় থাকা শব্দগুলো কোনও সাংসদ ব্যবহার করতে পারবেন না। যা নিয়ে ইতিমধ্যে দেশ জুড়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। তৃণমূল, কংগ্রেস থেকে শুরু করে বিরোধীরা একযোগে কেন্দ্রের এই নির্দেশের তীব্র বিরোধতা করেছে। আর এর মধ্যেই রাজ্যসভার সচিবালয়ের নতুন বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। 

সরকারের বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ করতে বার বার সংসদ চত্বরকে বেছে নিয়েছেন বিরোধী সাংসদরা। কৃষি বিল থেকে শুরু করে মূল্য বৃদ্ধি, ইডি সিবিআইয়কে রাজনৈতিক কারণে ব্যবহার ইত্যাদি নানান কারণে বিরোধীরা সংসদে গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখিয়েছেন। প্রতিবাদ প্রদর্শনে অনশন করতেও সংসদ চত্বরকে বেছে নিয়েছেন বিরোধী সাংসদরা। বিরোধীদের সেই মৌলিক অধিকারেও এবার কেন্দ্র কোপ বসাতে চাইছে বলে অভিযোগ উঠেছে। 

ইতিমধ্যেই কেন্দ্রের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে কংগ্রেস। বর্ষীয়ান কংগ্রেস নেতা জয়রাম রমেশের খোঁচা, ‘বিশ্বগুরুর’ নতুন ফরমান, D(h)arna মানা হ্যায়। 

Comments are closed.