এমভি কলকাতার বিধ্বংসী আগুন, প্রাণে বাঁচলেন ২২ নাবিক। দেখুন ভিডিও

উপকূল রক্ষী বাহিনীর তৎপরতায় পণ্যবাহী জাহাজ এমভি কলকাতার বিধ্বংসী আগুনের গ্রাস থেকে বাঁচলেন ২২ জন নাবিক। বুধবার রাত ১২টা ৫ নাগাদ বঙ্গোপোসাগরের মাঝ সমুদ্রে আগুন লাগে এই পণ্যবাহী জাহাজটিতে। মুহুর্তের মতে তা বিধ্বংসী রূপ নেয়। গভীর সমুদ্রে ঝোড়ো হাওয়ায় তা দ্রুত ছড়াতে শুরু করে। সে সময় জাহাজটিতে ২২ জন নাবিক ছিলেন। জাহাজটি অন্ধ্র প্রদেশের কৃষ্ণাপত্তনম থেকে কলকাতা বন্দরের দিকে যাচ্ছিল। সে সময় হলদিয়ার কাছে আগুন লেগে যায় জাহাজটিতে।

আগুনের খবর পেয়ে হলদিয়া থেকে ঘটনাস্থলে রওনা দেয় উপকূল রক্ষীবাহিনীর একটি উদ্ধারকারী জাহাজ ও একটি ডর্নিয়ার বিমান। বৃহস্পতিবার সকাল আটটা নাগাদ উপকূলরক্ষী বাহিনীর উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলে পৌঁছয়। উদ্ধার করা সম্ভব হয় জাহাজের ২২ জন নাবিককেই। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। তবে আগুনের তীব্রতা বেশি থাকায় আগুন নেভাতে ও উদ্ধারকাজে বেগ পেতে হয় উদ্ধারকারীদের। পরে উপকূল বাহিনীকে সাহায্য করতে বিশাখাপত্তনম থেকে হলদিয়ার উদ্দেশ্যে পাঠানো হয় আরও দুটি ডোর্নিয়ার বিমানকে। আগুন নেভাতে পরে পারাদীপ ও বিশাখাপত্তনম থেকে আরও দু’টি জাহাজ পাঠায় উপকূলরক্ষী বাহিনী। জাহাজের ৮০ শতাংশই ভস্মীভূত হয়ে গেছে বলে খবর। পণ্যবাহী একটি কন্টেনারই প্রথম বিস্ফোরণ হয় বলে জানা গেছে। বিস্ফোরণের কারণ খতিয়ে দেখা হচ্ছে। জাহাজটিতে প্রায় ৪৬০টি কন্টেনার ছিল বলে জানা গেছে।

Leave A Reply

Your email address will not be published.