কোয়াড সম্মেলনে যোগ দিতে জাপানে নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রীকে দেখে আপ্লুত প্রবাসীরা, দেখুন ছবি

জাপান সফরে আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সকালে টোকিও পৌঁছোনোর পর একটার পর একটা টুইট করেন ভারতের প্রধানমন্ত্রী। টুইটারে তিনি লিখেছেন, ভারত ও জাপানের মধ্যে প্রাণবন্ত সম্পর্কের ৭০ বছরপূর্ণ করেছে। আর এই সময় আমি জাপানে উপস্থিত হয়েছি।

মূলত কোয়াড সম্মেলনে যোগ দিতেই জাপান গিয়েছেন মোদী। নরেন্দ্র মোদি জানিয়েছেন, জাপানে কোয়াড বৈঠক ছাড়াও তাঁর একাধিক কর্মসূচি রয়েছে। টোকিও বিমানবন্দরে মোদিকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন সে দেশে বসবাসকারী অনেক ভারতীয়ও।

এদিন জাপানে বসবাসকারী ভারতীয় প্রবাসীরায় বিশেষভাবে সম্বর্ধনা জানান মোদীকে। সেই ছবি টুইটারে শেয়ার করেছেন মোদী।

কারোর সঙ্গে তিনি হাত মেলান, আবার কারোর সঙ্গে কথা বলেন। ছোটদের আঁকা ছবিতে অটোগ্রাফ দেন তিনি। বিভিন্ন ভাষায় “স্বাগতম” শব্দ লেখা প্ল্যাকার্ড হাতে দেখা যায় প্রবাসীদের।

ভারতীয়রা জাপানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পেয়ে অত্যন্ত আনন্দিত। অনেকে ছবি তোলার চেষ্টা করেন মোদীর সঙ্গে।

কোয়াড সম্মেলনে যোগ দিতে ২৩ এবং ২৪ মে জাপান সফরে থাকবেন নরেন্দ্র মোদী। প্রসঙ্গত, অস্ট্রেলিয়া, জাপান, আমেরিকা এবং ভারতকে নিয়ে গঠিত হয়েছে কোয়াড।

এছাড়া অপর একটি টুইটে মোদী কোভিড-পরবর্তী ভারত-জাপানের একে অপরের সহযোগিতা গোটা বিশ্বের কাছে গুরুত্বপূর্ণ।

Comments are closed.