তৃণমূলে যোগ দিলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং এনসিপি বিধায়ক আলেমাও চার্চিল 

জল্পনা সত্যি করে তৃণমূলে যোগ দিলেন এনসিপি বিধায়ক তথা গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী আলেমাও চার্চিল। সোমবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সফর চলাকালীন গোয়ায় তৃণমূল যোগ দেন হেভিওয়েট এই রাজনীতিক। 

পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী এদিন গোয়া ইন্টারন্যাশানাল সেন্টারে সাংবাদিকদের মুখোমুখি হন তৃণমূল সুপ্রিম। এছাড়াও উপস্থিত ছিলেন, তৃণমূলের  সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। নিয়ম করেই এদিন তিনি বিজেপিকে তীব্র আক্রমণ শানান। বলেন, লড়াইটা তৃণমূলের সঙ্গে বিজেপির নয়। এখানে গোয়ার মানুষের সঙ্গে বিজেপির লড়াই। সেই সঙ্গে অভিষেক দাবি করেন, বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেশের অন্যান্য দলের নেতৃত্বের পার্থক্য হচ্ছে, মমতা ব্যানার্জি যা প্রতিশ্রুতি দেন তাই রাখেন। তাঁর দাবি, একুশের ভোটে তৃণমূল নেত্রী যা যা প্রতিশ্রুতি দিয়েছেন, ক্ষমতায় আসার ৬ মাসের মধ্যেই তা পূরণ করেছেন মমতা ব্যানার্জি।   

এদিনের কর্মসূচিতে মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জি ছাড়াও উপস্থিত ছিলেন , দলের সর্ব ভারতীয় সহ সভাপতি তথা রাজ্যসভার সাংসদ লুইজিনহো ফালেইরো, গোয়ার দায়িত্বে থাকা সাংসদ মহুয়া মৈত্র ও রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন, টেনিস তারকা লিয়েন্ডার পেজ সহ গোয়ার অন্যান্য তৃণমূল নেতৃত্ব।      

Comments are closed.