নিজের রেকর্ড আগেই ভেঙেছেন, জাতীয় রেকর্ড গড়ে লক্ষ্যমাত্রার খুব কাছে পৌঁছে গেলেন সোনার ছেলে নীরজ চোপড়া

এর আগে নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন। এবার জাতীয় রেকর্ড গড়লেন ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া। নিজের লক্ষ্যমাত্রার দিকে এগিয়ে গেলেন ভারতের গর্ব নীরজ।

বৃহস্পতিবার সুইডেনে ডায়মন্ড লিগে ৮৯.৯৪ মিটার জ্যাভলিন ছুড়ে জাতীয় রেকর্ড গড়েন নীরজ চোপড়া। ২০২১ অলিম্পিক্সে সোনাজয়ী নীরজ এর আগে ৮৯.৩০ মিটার দূরে জ্যাভলিন ছুড়েছিলেন। নীরজ জানিয়েছিলেন, তাঁর লক্ষ্য ৯০ মিটার দূরে জ্যাভলিন ছোঁড়া। বৃহস্পতিবার সুইডেনে ডায়মন্ড লিগে সেই লক্ষ্যে অনেকটাই এগিয়ে গেলেন তিনি। তবে বৃহস্পতিবার রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হল নীরজ কে।

জুন মাসে ফিনল্যান্ডে আয়োজিত প্যাভো নুর্মি গেমসে ৮৯.৩০ মিটার দূরে জ্যাভলিন ছুঁড়ে ছিলেন তিনি। ২০২১ সালে টোকিও অলিম্পিক্স এ নীরজ চোপড়া ৮৭.৫৮ মিটার জ্যাভলিন ছুঁড়ে সোনা জিতেছিলেন। অলিম্পিক্সে তিনিই প্রথম যিনি ভারতের হয়ে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে সোনা জিতেছিলেন।

২০১৮ সালে প্রথম ডায়মন্ড লিগে নেমেছিলেন নীরজ চোপড়া। সেই বার চতুর্থ হয়েছিলেন তিনি। কিন্তু বৃহস্পতিবার অবশেষে পদক গলায় উঠলো ভারতের সোনার ছেলের।

Comments are closed.