২ ম্যাচ বিশ্রাম নিয়ে মাঠে নেমেই দুর্দান্ত ফর্মে নেইমার, ম্যাচ জিতেই কিংবদন্তি পেলেকে শ্রদ্ধা রিচার্লিসনদের

দক্ষিণ কোরিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল। আর এই জয় পাওয়ার পরেই তা ব্রাজিল দল উৎসর্গ করল কিংবদন্তি ফুটবলার পেলেকে। যিনি এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন হসপিটালে। জয়ের পর স্টেডিয়াম ৯৭৪-এ ব্রাজিলিয়ান দলকে একটি ব্যানার হাতে দেখা যায়। সেই ব্যানারে লেখা পেলের নাম আর সঙ্গে ছবি।

বিশ্বকাপ চলাকালীন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন পেলে। কোলন ক্যান্সারে ভুগছেন তিনি। ৮২ বছরের পেলের কেমোথেরাপি কাজ করছিল না। যদিও তাঁর অবস্থা এখন কিছুটা স্থিতিশীল। হাসপাতালের শয্যা থেকেই প্রিয় ব্রাজিলের ম্যাচ দেখছেন তিনি বলে জানা গিয়েছে। নেইমারদের শুভেচ্ছা জানাচ্ছেন। যা ভোলেনি টিম ব্রাজিল। সোমবার খেলা শেষে পেলের ছবি এবং নাম লেখা ব্যানার হাতে নিয়ে ছবি তোলেন রিচার্লিসন ও নেইমাররা। এদিন গ্যালারিতেও পেলের পোস্টার, ব্যানারও দেখা যায়। গ্যালারির দর্শকরাও পেলের সুস্থতা কামনা করছিলেন। হাতে ব্যানারে লেখা ছিল ‘‌পেলে গেট ওয়েল সুন’। ‌

সোমবার দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ব্রাজিল খেলতে নামার আগে একটি টুইট করেন পেলে। সেখানে ১৯৫৮ সালের বিশ্বকাপের একটি ছবি দেওয়া ছিল। সতীর্থদের সঙ্গে রাস্তায় হাঁটার ছবি দেন তিনি। তিনি খেলতে নামার আগে দলকে উদ্দেশ্য করে লেখেন, আমি হাসপাতালে শুয়েই তোমাদের জন্য গলা ফাটাব। শুভেচ্ছা রইল।

উল্লেখ্য, সোমবার রাতে প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে গিয়েছিল ব্রাজিল। প্রথম গোলটি করেন ভিনিসিয়স জুনিয়র। ৭ মিনিটের মাথায় গোল করেন তিনি। ৪ মিনিটের মধ্যে পেনাল্টি থেকে গোল করেন নেইমার। ২৯ মিনিটের মাথায় গোল করেন রিচার্লিসন। ৩৬ মিনিটের মাথায় গোল করেন লুকাস পাকুয়েটা।

Comments are closed.