নীতি আয়োগের বৈঠকে অবিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সমালোচনার মুখে প্রধানমন্ত্রী।

রবিবার চতুর্থ নীতি আয়োগের বৈঠকে অবিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীদের বিপুল বিরোধিতার মুখে পড়তে হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। রবিবার রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী নীতি আয়োগের বৈঠকে সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরার মুহূর্তেই বিরোধিতা করেন অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। অন্ধ্র প্রদেশকে বিশেষ সুবিধাপ্রাপ্ত রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে অনড় থাকেন নাইডু। উল্লেখ্য, এই ইস্যুতেই চলতি বছরের মার্চ মাসে তেলেগু দেশম পার্টি, এনডিএ থেকে তাদের সমর্থন প্রত্যাহার করে নিয়েছিল। এই দিন নীতি আয়োগের বৈঠকে চন্দ্রবাবু নাইডুকে সমর্থন করেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার।  অন্ধ্র প্রদেশের পাশাপাশি বিহারকেও বিশেষ সুবিধা দেওয়ার দাবি তোলেন নীতিশ। অবিজেপি মুখ্যমন্ত্রীরা বলেন, নীতি আয়োগের বৈঠক আক্ষরিক অর্থে মোদী সরকারের সাফল্য ঘোষণার মঞ্চে পরিণত হয়েছে। কেন্দ্রের সমালোচনা করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
‘নীতি আয়োগ এমন একটি মঞ্চ যা  দেশে ঐতিহাসিক পরিবর্তন আনতে পারে। দেশের জটিল সমস্যার সমাধানে আমরা অঙ্গীকারবদ্ধ, ‘টিম ইন্ডিয়া’ হিসাবে কাজ করতে হবে’।  রবিবার নীতি আয়োগের বৈঠকে এমনই দাবি করেন প্রধানমন্ত্রী। বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রী উপস্থিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, কেন্দ্রশাসিত অঞ্চলের লেফটেন্যান্ট এবং উচ্চপদসস্থ সরকারি আধিকারিকদের স্বাগত জানিয়ে বলেন, দেশে সম্ভাবনা বা সম্পদ কোনও কিছুরই অভাব নেই। দেশে অভিন্ন পণ্য পরিষেবা কর বা জিএসটি চালুর উপযোগিতার দিকটিও নিজের বক্তব্যে তুলে ধরেন  মোদী।

Leave A Reply

Your email address will not be published.