দেশের অর্থনীতির হাল বুঝতে অমর্ত্য সেনকে দেশে সময় কাটানোর পরামর্শ দিলেন খোদ নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান।

মোদী সরকারের বিমুদ্রাকরণ নীতির সমালোচনা করেছিলেন বলে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের ‘ভারতরত্ন’ কেড়ে নেওয়ার পরামর্শ দিয়েছিল বিজেপির একাংশ। এবার দেশের অর্থনীতির কাঠামোগত পরিবর্তন চাক্ষুষ করতে অমর্ত্য সেনকে দেশে আরও সময় কাটানোর পরামর্শ দিলেন খোদ নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমার। ‘অন্তত গত চার বছরে মোদী সরকারের কাজের পর্যালোচনা করুন উনি,’ সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে রবিবার এই মন্তব্য করেন রাজীব কুমার। গত ৭ ই জুলাই নিজের বই প্রকাশ অনুষ্ঠানে নোবেল জয়ী অর্থনীতিবিদ মন্তব্য করেছিলেন, ‘২০১৪ সালের পর থেকে ভারতের অর্থনীতি উল্টো দিকে ঝাঁপ দিয়েছে’। অর্থনীতিবিদ অমর্ত্য সেনের এই মন্তব্যের পর কার্যত নজিরবিহীনভাবে খোদ নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান এই মন্তব্য করলেন। নীতি আয়োগের চেয়ারম্যান স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভাইস চেয়ারম্যান রাজীব কুমারের এই মন্তব্যকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক। বিরোধীরা বলছেন, আসলে এই সরকার নিজের সমালোচনা সহ্য করতে পারে না। বিরোধীরা সমালোচনা করলে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে তাদের জেলে পোরা হচ্ছে। এখন এই বিশ্ববরেণ্য অর্থনীতিবিদকেও রেহাই দিল না কেন্দ্রের মোদী সরকার।

Leave A Reply

Your email address will not be published.