প্রণব মুখোপাধ্যায়ের পর এবার রতন টাটাকে আমন্ত্রণ জানাল আরএসএস।

দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পর এবার বিশিষ্ট শিল্পপতি রতন টাটাকে আমন্ত্রণ জানালো রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ (আরএসএস)। আগামী ২৪ অগাস্ট সংঘ প্রচারক নানা পালকরের জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে শিল্পপতি টাটাকে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সংঘ প্রধান ডঃ মোহন ভাগবত। কয়েক সপ্তাহ আগে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, আরএসএসের আমন্ত্রণ গ্রহণ করে সংঘের বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে অংশ নেন। এমনকী সংঘের প্রতিষ্ঠাতা ডঃ কে বি হেগরেওয়াড়কে ভারতমাতার শ্রেষ্ঠ সন্তান বলে উল্লেখও করেন। উল্লেখ্য দেশজোড়া বিতর্ককে উপেক্ষা করে সংঘ পরিবারের অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য আরএসএসের দলীয় মুখপত্রে প্রণববাবুকে ধন্যবাদও জানানো হয়।
রাজনৈতিক ওয়াকিবহাল মহলের মতে, দরজায় কড়া নাড়ছে ২০১৯ সালের লোকসভা নির্বাচন। বিভিন্ন রাজনৈতিকদলগুলি নিজেদের ভোট ব্যাঙ্ক সুরক্ষিত রাখতে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়ছে। আরএসএসের মত হিন্দুত্ববাদের লেবেল সাঁটা সংগঠনগুলি এখন চাইছে নিজেদের রাজনৈতিক অস্তিত্বের প্রমাণ দিতে। তবে তার জন্য দরকার রাজনীতির মূলস্রোতে গা ভাসানো। সে কারণেই প্রণব মুখোপাধ্যায় থেকে রতন টাটা, পোড়খাওয়া রাজনীতিবিদ তথা দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় থেকে প্রথিতযশা শিল্পপতি রতন টাটাকে আমনন্ত্রণ জানানো তারই প্রারম্ভিক প্রয়াস বলে অভিযোগ বিরোধীদের।

Leave A Reply

Your email address will not be published.