ভোট গণনা শুরুর ঠিক আগের দিন, ভিভিপ্যাট নিয়ে বিরোধীদের দাবি খারিজ করল নির্বাচন কমিশন। মঙ্গলবার ২২ টি বিরোধী দল ইভিএম গণনার আগে ভিভিপ্যাট মেলানোর দাবি জানিয়েছিল নির্বাচন কমিশনের কাছে। বুধবার তা খারিজ করে নির্বাচন কমিশন জানিয়ে দিল ভোট গণনার আগে ভিভিপ্যাট স্লিপ গণনা করা হবে না, ভোট গণনা হবে পুরোনো নিয়মেই। অর্থাৎ প্রথমে পোস্টাল ব্যালট, তারপর ইভিএম এবং সবশেষে ভিভিপ্যাট গণনা হবে।
ইভিএম কারচুপির অভিযোগ করে প্রথমে ভিভিপ্যাট গণনার দাবি নিয়ে মঙ্গলবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল ২২ টি বিরোধী দলের প্রতিনিধিরা। তাঁদের দাবি ছিল, আগে প্রতি বিধানসভা থেকে ৫ টি ভিভিপ্যাটের হিসেব মিলিয়ে দেখতে হবে ইভিএমের সঙ্গে। কোনও গোলমাল ধরা পড়লে সবকটি ভিভিপ্যাটের হিসেব মিলিয়ে দেখতে হবে। মঙ্গলবার বিরোধী নেতারা জানিয়েছিলেন, বুধবার সকালে এনিয়ে সিদ্ধান্ত জানাবে কমিশন। বুধবার নির্বাচন কমিশন দীর্ঘ বৈঠকের পর বিরোধীদের দাবি খারিজ করে জানিয়ে দেয়, পুরোনো নিয়মেই হবে ভোট গণনা।
Comments