গুমোট গরম! কমলা সতর্কতা জারি দিল্লিতে, বাংলার কী হাল?

ভ্যাপসা গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। অন্যদিকে তীব্র তাপপ্রবাহে জেরবার দিল্লিবাসী। এরমধ্যে মৌসম ভবন জানিয়েছেন, আগামী কয়েকদিন তাপপ্রবাহ বাড়বে দিল্লিতে। সেই আশঙ্কা থেকে আগামী কয়েকদিন দিল্লি ও তাঁর পার্শ্ববর্তী এলাকায় কমলা সতর্কতা জারি করল হাওয়া অফিস।

বিগত কয়েকদিনে ৪৭ ডিগ্রি পেরিয়েছে তাপমাত্রা। আগামী কয়েকদিন তাপমাত্রা ৪৪ ডিগ্রি থেকে ৪৭ ডিগ্রির মধ্যে থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। ৪ জুন থেকে দিল্লি ছাড়াও হরিয়ানা,পাঞ্জাব ও উত্তরপ্রদেশে তীব্র তাপপ্রবাহ চলছে। আগামী কয়েকদিন সেই তাপপ্রবাহ জারি থাকবে বলে জানিয়েছে মৌসম ভবন। একদিকে যেমন উত্তরভারত তীব্র তাপপ্রবাহে জ্বলছে। অন্যদিকে বন্যা হয়েছে অসমে। অসমে আগামী কয়েকদিন ভারী বৃষ্টিপাত হবে বলে জানানো হয়েছে। বৃষ্টি হবে মেঘালয়ে। যদিও কয়েকদিন আগে ব্যাপক ঝড়-বৃষ্টি হয়। মৃত্যু হয় দুজনের।

উল্লেখ্য, মঙ্গল ও বুধবার নদীয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান ও মুর্শিবাদে বজ্র-বিদ্যুৎ সহ কিছুক্ষণের জন্য ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সময়ের আগেই কেরলে প্রবেশ করেছে বর্ষা। বাংলাতেও বর্ষা প্রবেশ করলেও অস্বস্তি কমছে না দক্ষিণবঙ্গবাসীর।

Comments are closed.