অভিষেক প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন; ১৩ দিনের মধ্যে জমির পাট্টা পেল মাতকাতপুরের বাসিন্দারা 

কেশপুরে জনসভায় যাওয়ার পথে মাতকাতপুরে গিয়ে প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন জমির পাট্টার ক্ষেত্রে সাহায্য করবেন। অভিষেক ব্যানার্জির প্ৰতশ্রুতির ১৩ দিনের মাথায় জমির পাট্টা পেল মাতকাতপুরের বাসিন্দারা। স্বাভাবিকভাবেই ২০৯ বাসিন্দা জমির পাট্টা পেয়ে খুশি। 

গত ৪ ফেব্রুয়ারি পশ্চিম মেদিনীপুরের কেশপুরে জনসভায় যাচ্ছিলেন অভিষেক ব্যানার্জি। সেই সময় হঠাৎই মাতকাতপুরে গাড়ি থেকে নেমে এলাকাবাসীর অভাব-অভিযোগের কথা শুনছিলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক। সেই সময় এলাকাবাসী জানায়, জমির পাট্টা না পাওয়ায় তাঁরা সমস্ত রকম সরকারি সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছেন। এরপরেই অভিষেক তাঁদের কথা দেন জমির পাট্টার জন্য তিনি সবরকমের সহযোগিতা করবেন। শুধু তাই নয়, স্পটে দাঁড়িয়েই সেচ মন্ত্রী পার্থ ভৌমিককে ফোন করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ করেন। আর এর ১৩ দিনের মাথাতেই জমির পাট্টা পেল মাতকাতপুরের বাসিন্দারা। 

Comments are closed.