দীপাবলির উপহার হিসেবে বিজেপি শাসিত কিছু রাজ্যে আরও কমল জ্বালানির দাম  

পেট্রোল ডিজেলের দাম সস্তা করার চিন্তা করেছে কেন্দ্র। কিন্তু এবার দাম আরও সস্তা করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি শাসিত কয়েকটি রাজ্য। দাম কমল পেট্রোল ডিজেলের। তবে সেটা কমেছে বিজেপি শাসিত কিছু রাজ্যে। কেন্দ্রীয় মন্ত্ৰী হরদ্বীপ সিং পুরী উৎসবের সময় বিভিন্ন রাজ্যগুলির কাছে জ্বালানির দামে ভ্যাট কমানোর আর্জি জানিয়েছিলেন। সেইমত অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা পেট্রোল ও ডিজেলের দামে ৭ টাকা ভ্যাট কমানোর ঘোষণা করেন। একই ঘোষণা করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। ত্রিপুরা সরকারও পেট্রোল ও ডিজেলের ওপর ৭ টাকা ভ্যাট সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়।
এছাড়া কর্ণাটক, গোয়া সরকারও পেট্রোপণ্যের উপর ৭ টাকা ভ্যাট ছাড়ের কথা ঘোষণা করেছে।

প্রসঙ্গত, বুধবার কলকাতায় পেট্রলের দর ছিল লিটার প্রতি ১১০ টাকা ৪৯ পয়সা এবং ডিজেলের দাম ছিল ১০১ টাকা ৫৬ পয়সা।

Comments are closed.